You dont have javascript enabled! Please enable it! 1968.01.25 | স্বতন্ত্রদলের নেতা জনাব আসাদুজ্জামান খানের বিবৃতি | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২৫শে জানুয়ারি ১৯৬৮
আসাদুজ্জামান খানের বিবৃতি

স্বতন্ত্রদলের নেতা জনাব আসাদুজ্জামান খান বলেন যে, শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তান সরকারের অধীনে দেশরক্ষা আইনে আটক ছিলেন। পরে কেন্দ্রীয় সরকার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‘আগরতলা ষড়যন্ত্রের’ সহিত জড়িত থাকার অভিযোগ আনয়ন করেন।
শেখ মুজিব প্রাদেশিক অথবা কেন্দ্রীয় কোন সরকারের তত্ত্বাবধানে রহিয়াছেন জনাব জামান তাহা জানিতে চাহেন।
আইনমন্ত্রী জনাব আবদুল হাই বিরোধীদলীয় নেতাদের প্রশ্নে আপত্তি জানান এবং তাঁহাদিগকে পরিষদের কার্যবিধি অনুযায়ী পৃথক নোটিশ অথবা প্রস্তাব আনয়নের পরামর্শ দেন।
সিনিয়র ডেপুটি স্পীকার জনাব গমিরুদ্দিন প্রধান এই সময় অধিবেশনে সভাপতিত্ব করিতে ছিলেন। তিনি আইনমন্ত্রীর সহিত ঐক্যমত প্ৰকাশ করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮