সংবাদ
২৫শে জানুয়ারি ১৯৬৮
মসিহুর রহমানের বিবৃতি
সাবেক মন্ত্রী ও পিডিএম পন্থী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মসিহুর রহমান প্রকাশ্য আদালতে শেখ মুজিবর রহমানের বিচার করার জন্য সরকারের নিকট আবেদন জানান বলিয়া পিপিআই পরিবেশিত অপর এক খবরে জানা গিয়াছে।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে জনাব মসিহুর রহমান শেখ মুজিবের অবদানের উল্লেখ করিয়া বলেন যে, তিনি পাকিস্তানের অন্যতম স্রষ্টা মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে গণতন্ত্রের পূজারী হিসাবে কাজ করেন।
জনাব মসিহুর রহমান দাবী করেন যে, প্রকাশ্য আদালতে শেখ মুজিবের বিচার হওয়া উচিত, যাহাতে প্রয়োজনবোধে শুধুমাত্র সরকার কেন, দেশবাসীও তাহার নিন্দা করিতে পারেন।
কিছুদিন পূর্বে প্রকাশিত………. পৃথক নোটিশ অথবা প্রস্তাব আনয়নের পরামর্শ দেন।
সিনিয়র ডেপুটি স্পীকার জনাব গমিরুদ্দিন প্রধান এই সময় অধিবেশনে সভাপতিত্ব করিতে ছিলেন। তিনি আইনমন্ত্রীর সহিত ঐক্যমত প্রকাশ করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮