You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১৯শে জানুয়ারি ১৯৬৮
আগরতলা ষড়যন্ত্র মামলা
আটক ব্যক্তিদের নৌ, সেনা ও বিমান বাহিনী আইনে গ্রেফতার
শেখ মুজিবের বিরুদ্ধে ষড়যন্ত্র ‘পরিকল্পনা ও পরিচালনার’ অভিযোগ

ইসলামাবাদ, ১৮ই জানুয়ারী (এপিপি) (এপিপি)।- স্বরাষ্ট্র ও কাশ্মীর দফতর (স্বরাষ্ট্র বিভাগ) হইতে আজ এখানে নিম্নোক্ত প্রেসনোট জারী করা হয়।
আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ২৮ ব্যক্তিকে (যাহাদের নাম ইতিপূর্বেই ঘোষণা করা হইয়াছে) এ যাবৎ পাকিস্তান দেশরক্ষা আইনে আটক রাখা হইয়াছিল। এক্ষণে ১৯৬৮ সালের ১৮ই জানুয়ারী তারিখে তাহাদিগকে নৌ, সেনা ও বিমান বাহিনী আইনে প্রকৃত অপরাধ করার দায়ে গ্রেফতার করা হইল।
অতএব, তাঁহাদের উপর পাকিস্তান দেশরক্ষা আইনে পূর্ব পাকিস্তান সরকার কর্তৃক আরোপিত আটকাদেশ প্রত্যাহার করা হইল। এ ব্যাপারে তদন্ত চলিতেছে। এই ষড়যন্ত্রের পরিকল্পনা ও পরিকল্পনার ব্যাপারে শেখ মুজিবর রহমানের জড়িত থাকা সম্পর্কে প্রমাণাদি পাওয়া গিয়াছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে তিনিও একজন। তিনি পূর্ব হইতেই পাকিস্তান ‘দেশরক্ষা আইনে জেলে আটক রহিয়াছেন’।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!