১৯৭১ সালের ৭ ডিসেম্বর ওয়ারশতে পোলিশ ইউনাইটেড ওয়ার্কার্স পার্টির ষষ্ঠ কংগ্রেসে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এল আই ব্রেঝনেভ কর্তৃক প্রদত্ত ভাষণ থেকে
‘…এশিয়ার দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কয়েকদিন আগে যে সামরিক সংঘর্ষ বেধে উঠেছে, আর যে ঘটনাবলির জন্য এই সংঘর্ষের উৎপত্তি—পূর্ব পাকিস্তানের জনগণের মৌলিক অধিকার ও স্পষ্টভাবে অভিব্যক্ত ইচ্ছাকে নৃশংসভাবে দমিয়ে দেওয়া ১,০০,০০,০০০ শরণার্থীর ট্রাজেডি—তার কথা জানতে পেরে জাতিসমূহের শান্তি ও স্বাধীনতার সকল সমর্থকের মতো আমরাও খুবই দুঃখিত। বাইরের কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়া, জনগণের বৈধ অধিকার বিবেচনায় রেখে উদ্ভূত সমস্যাবলির রাজনৈতিক সমাধানের এবং ওই এলাকায় স্থায়ী ও ন্যায়সম্মত শান্তির সহায়ক হয় এমন পরিস্থিতি সৃষ্টির পক্ষে সোভিয়েত ইউনিয়ন দৃঢ়ভাবে রয়েছে।….
সূত্র: বাংলাদেশের সংগ্রাম ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা