সোভিয়েত নারী সমাজের আহ্বান
সোভিয়েত নারী কমিটি পূর্ব পাকিস্তানের ঘটনাবলি সম্পর্কে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে উৎপীড়ন, মানবাধিকার দমন ও গণতন্ত্রের প্রাথমিক নীতিসমূহ লংঘন পূর্ব পাকিস্তানের ৯০ লক্ষ মানুষকে স্বদেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। গৃহহীন ও জীবিকার্জনের উপায়হীন প্রচুর সংখ্যক শরণার্থীকে অনাহার ও মহামারীতে মৃত্যুর বিপদের সম্মুখীন করে হতাশার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। পূর্ব পাকিস্তানে বহু প্রগতিশীল ব্যক্তির ওপরেও প্রতিহিংসামূলক উৎপীড়ন চালানো হচ্ছে।
সোভিয়েত নারীসমাজ পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন, তাঁরা যেন বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বরে কর্ণপাত করে আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান ও পাকিস্তানের অন্যান্য প্রগতিশীল ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিহিংসা গ্রহণ বন্ধ করেন এবং পূর্ব পাকিস্তানের জনগণের ইচ্ছা, অধিকার ও আইনসঙ্গত স্বার্থকে যথাযথ মর্যাদা দিয়ে উদ্ভূত সমস্যার এক রাজনৈতিক সমাধান অর্জনের জন্য এবং শরণার্থীদের যথাশীঘ্র সম্ভব স্বদেশে প্রত্যাবর্তনের উপযোগী অবস্থা সৃষ্টি করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করেন।
সূত্র: বাংলাদেশের সংগ্রাম ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা