You dont have javascript enabled! Please enable it! সোভিয়েত ট্রেড ইউনিয়নসমূহের বিবৃতি - সংগ্রামের নোটবুক

সোভিয়েত ট্রেড ইউনিয়নসমূহের বিবৃতি

সোভিয়েত ট্রেড ইউনিয়নসমূহ কর্তৃক প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোভিয়েত ইউনিয়নের ট্রেড ইউনিয়নসমূহ এবং কারখানা ও অফিসকর্মীরা অধুনা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানের বিচারের ঘটনা উদ্বেগের সঙ্গে লক্ষ করছেন; এই আওয়ামী লীগই সাধারণ নির্বাচনে জাতীয় অ্যাসেম্বলিতে এবং পূর্ব পাকিস্তানের অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছিল। পূর্ব পাকিস্তানের শ্রমজীবী জনগণের সমর্থনপুষ্ট মুজিবুর রহমান পাকিস্তানি জনগণের আইনসঙ্গত নির্বাচিত নেতা হিসেবে, নাগরিক অধিকার ও স্বাধীনতার যোদ্ধা হিসেবে সুপরিচিত। মুজিবুর রহমানের বিচার এবং তাঁর বিরুদ্ধে প্রতিহিংসা গ্রহণের যে প্রস্তুতি চলেছে, তা কেবলমাত্র দেশের উক্ত অংশের এবং তার সীমান্তের পরিস্থিতিই জটিল করে তুলবে।
পাকিস্তানের শ্রমজীবী জনগণের গুরুত্বপূর্ণ অধিকারসমূহের জন্য, উপনিবেশবাদীদের জোয়ালের বিরুদ্ধে, গণতন্ত্রের বিকাশের জন্য এবং সমাজ-প্রগতির জন্য তাদের সংগ্রামে আন্তর্জাতিক সংহতির প্রতি বিশ্বস্ত সোভিয়েত ইউনিয়নের ট্রেড ইউনিয়নসমূহ সৰ্বদাই পাকিস্তানের শ্রমজীবী জনগণের পক্ষ নিয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পূর্ব পাকিস্তানের জনগণের এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যাপক প্রতিহিংসামূলক উৎপীড়নের অবসান ঘটানোর এবং শরণার্থীদের তাদের স্বদেশে প্রত্যাবর্তনের পরিস্থিতি সৃষ্টির দাবি সোভিয়েত শ্রমজীবী জনগণ জানাচ্ছে।’

সূত্র: বাংলাদেশের সংগ্রাম ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা