১০ এপ্রিল ১৯৭১ঃ ছাত্র সংঘের ৪ ছাত্র নেতার বিবৃতি
ইসলামী ছাত্র সংঘের ৪ ছাত্রনেতার এ মর্মে ভারতকে হুশিয়ারি করে দিয়ে বলেছেন পূর্ব পাকিস্তানের জনগন তাদের সাম্রাজ্যবাদী চক্রান্তকে প্রতিহত করবে। পাকিস্তানের অস্তিত্বকে ধ্বংস করার ভারতীয় হীন চক্রান্তকে বেরথ করে দেয়ার জন্য ছাত্র নেতৃবৃন্দ মস্লেম জাহানকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা বলেন পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের জঘন্য হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাই। ভারতীয় পার্লামেন্ট এ পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে অহেতুক ও অবাঞ্চিত প্রস্তাব গ্রহনের পর ভারত এখন পূর্ব পাকিস্তানের সাত কোটি জনগনের জীবন নিয়ে ঘৃণ্য কার্যকলাপে লিপ্ত হয়েছে। প্রদেশের অভ্যন্তরে ভারত সশস্র অনুপ্রবেশ কারী প্রবেশ করিয়েছে এবং সীমান্ত এলাকায় উত্তেজনা ও যুদ্ধকালীন পরিবেশ সৃষ্টি করে পাকিস্তানকে একটি আন্ত জা কার্তিক বিরোধে জড়াতে বাধ্য করছে। বিবৃতিতে স্বাক্ষর করেন মতিউর রহমান নিজামি, মোহাম্মদ ইউনুস, নুরুল ইসলাম, শাহজামাল চৌধুরী।