৯ এপ্রিল ১৯৭১ঃ শীর্ষ পাক দালালের খাতায় নাম লিখালেন শর্ষিনার পীর
১০ এপ্রিলের আজাদ পত্রিকায় শর্ষিনার পীর মওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ এর এক বিবৃতি প্রকাশ হয়। (পত্রিকার কপি ইমেজ অস্পষ্ট হওয়ায় বিবরন দেয়া গেল না তবে তিনি কি বলেছিলেন এটা সবাই বুঝবেন কারন সকল নেতাদের বক্তব্য গুলো ছিল প্রায় অভিন্ন তবে তার বক্তব্বে সাম্প্রদায়িকতা বেশী ছিল)
নোটঃ ১৯৮০ সনে স্বাধীনতা পদক অর্জন করেন।