৯ এপ্রিল ১৯৭১ঃ চুয়াডাঙ্গায় নুরুল কাদের
৮ তারিখ জেলা প্রশাসক নুরুল কাদের খান অস্র আনার জন্য আওয়ামী লীগ নেতা, প্রাদেশিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুর রব বগা মিয়াকে নিয়ে চুয়াডাঙ্গা যান এদিনই তিনি পাবনা ফেরত আসার চেষ্টা কালে পাক বাহিনীর গোলাগুলির মধ্যে আবার চুয়াডাঙ্গা ফিরে যান। পাবনা প্রতিরক্ষার জন্য কাদের ক্যাপ্টেন নওয়াজেশ এর কাছেও যোদ্ধা চান। চুয়াডাঙ্গা থেকে রাতে নুরুল কাদের তাজউদ্দীনের সাথে টেলিফোনে কথা বলে সরকার গঠনের তাগিদ দেন। তাজ উদ্দিন তাকে জানান ক্যাপ্টেন মনসুর কৃষ্ণ নগরে। সৈয়দ নজরুল মেঘালয়ে, জহুর আহমেদ কলকাতার বাহিরে, মোস্তাক আহমেদ কোথায় আছেন জানা যায়নি ফলে তিনি সরকার গঠন দ্রুত করতে পারছেন না।