You dont have javascript enabled! Please enable it!

৯ এপ্রিল ১৯৭১ঃ শান্তি কমিটি গঠন

ঢাকায় খাজা খয়েরউদ্দীনকে আহ্বায়ক করে ১৪০ সদস্য বিশিষ্ট নাগরিক শান্তি কমিটি গঠন করা হয়। ঘোষণায় বলা হয়, এই ১৪০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অধীনে বিভিন্ন শহরের শান্তি কমিটিগুলো কাজ করবে। এই কমিটিকে আরো কো-অপ্ট করার ক্ষমতা দেওয়া হয়। শান্তি কমিটি মঙ্গলবার ঢাকা শহরে মিছিল করবে।  কার্যকরী কমিটিতে যারা ছিল তারা হল জনাব সৈয়দ খাজা খয়েরউদ্দিন (পুরাতন ঢাকা) কাউন্সিল মুসলিম লীগ , জনাব একিউএম শফিকুল ইসলাম (নবীনগর ব্রাহ্মনবাড়িয়া) কাউন্সিল মুসলিম লীগ, জনাব আবুল কাশেম (উলিপুর কুড়িগ্রাম) কাউন্সিল মুসলিম লীগ, অধ্যাপক গোলাম আযম ইসলাম (নবীনগর ব্রাহ্মনবাড়িয়া) জামাত, মওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম জামাত, অধ্যাপক গোলাম সারোয়ার (জামাত), অধ্যক্ষ রুহুল কুদ্দুস জামাত, জনাব মাহমুদ আলী (সুনামগঞ্জ) পিডিপি , জনাব আব্দুল জব্বার খদ্দর (নোয়াখালী) পিডিপি, , জনাব এ.কে রফিকুল হোসেন(পিডিপি), জনাব মোহন মিয়া (ফরিদপুর) পিডিপি, মৌলবি ফরিদ পিডিপি, সৈয়দ আজিজুল হক নান্না মিয়া পিডিপি, সৈয়দ মহসিন আলী, ফজলুল হক চৌধুরী, মওলানা সিদ্দিক আহমদ (দক্ষিন চট্টগ্রাম) নেজামে ইসলাম, জনাব আব্দুল মতিন, ব্যারিস্টার আফতাব উদ্দিন, সিরাজউদ্দিন, এটি সাদি পাকিস্তান দরদী সংঘ, আতাউল হক খান, মকবুলুর রহমান, মোহাম্মদ আকিল, পীর মোহসেন উদ্দিন (মাদারীপুর) জমিওতে উলামা ইসলাম , জনাব এএসএম সোলায়মান(আড়াইহাজার) কেএসপি, জনাব নুরুজ্জামান(ইসলামিক রিপাবলিকান পার্টি), মফিজুল হক, জনাব আতাউল হক খান, আবু মালেক, আব্দুল নায়েম, জনাব তোয়াহা বিন হাবিব, মেজর (অবসর প্রাপ্ত) আফসার উদ্দিন (পটুয়াখালী) ইসলামী গণতন্ত্রী দল , দেওয়ান ওয়ারাসাত আলী , এবং হাকিম ইরতেজাউর রহমান খান।  তালিকায় নাম থাকলেও অনেকে পরে পাল্টা শান্তি কমিটি গঠন করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!