You dont have javascript enabled! Please enable it!

৯ এপ্রিল ১৯৭১ঃ গোলাম আজমের বেতার ভাষণ

গোলাম আজম রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্র থেকে এক ভাষণে ভারতের অতি উৎসাহী নেতাদের সাবধান করে দিয়ে পূর্ব পাকিস্তানের ভাগ্য নিয়ে জঘন্য খেলা হতে বিরত থাকার আহবান জানিয়েছেন। তিনি জনগণকে নিজেদের ভাগ্য নিজেই নির্ধারণ করার আহবান জানান। গোলাম আজম বলেন মুসলমান শান্তি প্রিয় জাতি। আমরা প্রতিবেশীর সাথে শিষ্টাচারে বিশ্বাসী। পাকিস্তান সবসময় ভারতের সাথে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করে আসছে। কিন্তু ভারত সবসময়েই পাকিস্তানকে ধ্বংস করার ষড়যন্ত্রে নিজেকে নিয়োজিত রেখেছে। আজ আমরা শাসনতান্ত্রিক সঙ্কটে নিমজ্জিত। সমগ্র বিশ্ব ভারতকে পাকিস্তানের শত্রু মনে করে। এ পর্যন্ত ভারত পাকিস্তান সম্পর্কে আন্তজার্তিক নিয়ম ও রীতিনীতির প্রতি এতটুকু সন্মান প্রদর্শন করতে পারেননি।