You dont have javascript enabled! Please enable it! হাওয়া বদলের পালা-২০০৮ সালের স্লোগান - সংগ্রামের নোটবুক

২০০৮ সালের স্লোগান “হাওয়া বদলের পালা” এবং বর্তমান সরকাররের উদ্যোগগুলাে সতিকার অর্থে সমাজবিধিতে কিছুটা পরিবর্তন আনার জন্য প্রসংশনীয় বলতে হবে । এখন সময় এসেছে “to walk the talk.”উপসংহারে আমরা বলতে পারি দত্তক নেয়া কানাডীয় বাবা-মায়েরা যথাযথভাবে তাদের। নানাবণীয় সন্তানদের লালন-পালন করে তাদেরকে একাধারে সৃজনশীল ও দায়িত্বশীল হিসাবে গড়ে তােলার ক্ষেত্রে শিক্ষা ও সামাজিকরণ প্রক্রিয়ার উপর গুরুত্ব প্রদান করে নিজ নিজ দায়িত্ব প্রদান করেছেন। এ বিষয়ে বিচক্ষণীয় দিক হলাে যে বাবা-মায়েরা শারীরিক, মানসিক, নৈতিক ও সাংস্কৃতিক দিকের বিকাশ সাধনে তাদের ছেলে-মেয়েদেরকে আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল, কর্তব্যপরায়ণ, চরিত্রবান ও কর্মক্ষম হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন।শেক্সপিয়ার বলেন, “All’s Well That Ends Well” (সব ভালাে যার শেষ ভালাে)।

সূত্র : ৭১-এর-যুদ্ধশিশু-অবিদিত-ইতিহাস-মুস্তফা-চৌধুরী