You dont have javascript enabled! Please enable it! 1971.07.06 | এস এস পির নেতৃত্বে মার্কিন দূতাবাসে বিক্ষোভ মিছিল | কালান্তর - সংগ্রামের নোটবুক

এস এস পির নেতৃত্বে মার্কিন দূতাবাসে বিক্ষোভ মিছিল
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৩ জুলাই-পাকিস্তান অভিমুখে জাহাজ বােঝাই মার্কিন সমরাস্ত্র-সম্ভার প্রেরণের প্রতিবাদে আজ প্রবল বর্ষণ উপেক্ষা করে এস এস পি-র ৫০০ জন কর্মী ও সমর্থক কলকাতাস্থিত মার্কিন কস্যুলেটের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করে।
পরে কলেটে প্রদত্ত এক স্মারকলিপিতে অভিযােগ করা হয়, “কেবল নিজস্ব বাণিজ্যিক স্বার্থ বজায় রাখার তাগিদে মার্কিন সরকার পাকিস্তানকে অস্ত্র সাহায্য করছে।…এই কার্যাবলীকে নিন্দা করার কঠোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না, যে কার্যাবলী শুধুমাত্র গণতন্ত্র হত্যা এবং লাখাে জনসাধারণ খুন, নারীর উপর বলাক্তার এবং অগণ্য পরিবার ছিন্নমূল করার পক্ষেই সহায়ক হবে।”
স্মারকলিপিতে মার্কিন সরকারের কাছে দাবি উত্থাপন করা হয়েছে—“ভারতীয় উপমহাদেশ গণতন্ত্র ধ্বংস এবং পাকিস্তানকে অস্ত্র সাহায্য দিয়ে বাঙলাদেশকে বিধ্বস্ত করার পরিকল্পনা কার্যকরী করা থেকে বিরত থাকুন।”
এসইউসির প্রতিবাদ। “সর্বত্র মুক্তিসংগ্রামের বিরুদ্ধে প্রতিবিপ্লবের সূচাগ্র ফলা মার্কিন যুক্তরাষ্ট্র বাঙলাদেশের মুক্তিসংগ্রামের ক্ষেত্রেও একই ভূমিকা গ্রহণ করেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পাকিস্তানকে অস্ত্র সরবরাহের মধ্যে পাকিস্তানকে সার্বিকভাবে নিজস্ব তবে আনার জন্য যুক্তরাষ্ট্রের দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে।”
আজ এস ইউ সি-র রাজ্য কমিটির বৈঠকে উপরােক্ত মর্মে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
বৈঠকে তিনজন সােভিয়েত মহাকাশচারীর করুণ মৃত্যুতে গভীর শােক প্রকাশ করা হয়। তাছাড়া বাঙলাদেশের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে এখনও পর্যন্ত স্বীকৃতি না দেওয়ায় ভারত সরকারের নিন্দা করা হয়। প্রতিক্রিয়াশীল চক্র সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির যে চক্রান্ত চালাচ্ছে তাকে ব্যর্থ করার জন্য কমিটি জনগণকে আহ্বান জানান।
কমিটির বৈঠক এখনও চলছে। রাষ্ট্রপতি শাসন কায়েম হওয়ার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও বৈঠকে আলােচিত হওয়ার কথা।

সূত্র: কালান্তর, ৬.৭.১৯৭১