আবার শরণার্থী স্রোত
কৃষ্ণনগর, ১৫ সেপ্টেম্বর বাঙলাদেশ থেকে পুনরায় পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে শরণার্থী স্রোত আসা শুরু হয়েছে। ইউ এন আই সরকারীসূত্রের উদ্ধৃত করে জানাচ্ছেন, গত ২৪ ঘন্টায় করিমপুর সীমান্ত দিয়ে নদীয়া জেলায় প্রায় ৭ হাজার শরণার্থী ওপার থেকে চলে এসেছেন, গত সােমবারও মুর্শিদাবাদ জেলায় ১২৫০ জন তাড়া খাওয়া মানুষ এপারে চলে এসেছে। শিলং থেকে সরকারী সংবাদ উল্লেখ করে বলা হয়েছে, মেঘালয়ে উদ্বেগভাবে শরণার্থী আসা শুরু করেছে। সীমান্তের কাছে মাইলান ও বালাত শিবিরে দৈনিক করে পাঁচ-ছয় হাজার করে শরণার্থী ওপার থেকে চলে আসছেন। এই স্রোত বজায় থাকলে খুব তাড়াতাড়ি আসাম ও মেঘালয়ে শরণার্থী সংখ্যা এক লক্ষের উপর উঠে যাবে।
সূত্র: কালান্তর,১৬.৯.১৯৭১