লন্ডনে কৃষ্ণমেনন
লন্ডনে ভারতীয় রাজনীতিবিদ কৃষ্ণমেনন ছিলেন অতি পরিচিত। লন্ডনে দীর্ঘদিন কাটিয়েছেন, পড়াশোনা করেছেন, যুক্ত ছিলেন ছাত্র রাজনীতির সঙ্গে। অনেকে হয়ত জানেন না, পেঙ্গুইন প্রকাশনা সংস্থা যখন তার পেপারব্যাক সিরিজ শুরু করে তার সম্পাদক ছিলেন কৃষ্ণমেনন। ভারতে ফিরে কংগ্রেস রাজনীতি করেছেন, নেহেরুর সময় ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। চীনের সঙ্গে যুদ্ধের পর তাঁকে সরিয়ে দেওয়া হয়। ১৯৭১ সালে তিনি কেরালা থেকে নির্বাচিত হন লোক সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
১৯৭১ সালের আগস্টে ভারত সরকারের পক্ষে তিনি এলেন লন্ডনে। টাইমস তাঁকে উল্লেখ করেছিল— “an irresponsible, irreconcilable and irascrible force in Indian politics.” পাঁচ দিনের জন্য এসেছিলেন লন্ডনে এবং বাংলাদেশের পক্ষে তিনটি সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি মনে করেন তাদের তিনি প্রভাবিত করতে পারবেন? কৃষ্ণমেনন উত্তরে বলেছিলেন, “আজকাল কেউ আশা করে না। আমাদের সাধ্যমতো আমরা শুধু কাজ করে যাব।”
সূত্র: The Times, 13th August 1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন