You dont have javascript enabled! Please enable it! 1971.09.18 | লেবাননের জুমরাতের পাকিস্তানের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ | India News - সংগ্রামের নোটবুক

লেবাননের জুমরাতের প্রতিবাদ

লেবাননেন প্রগ্রেসিভ সোশালিস্ট পার্টির প্রধান ছিলেন কামাল জুমরাত। এক সময় লেবাননের মন্ত্রীও ছিলেন। সেপ্টেম্বরে তিনি পাকিস্তানের কর্মকাণ্ডের বিরুদ্ধে এক বিবৃতি দিলেন। তিনি বললেন, পাকিস্তানের কর্মকাণ্ডের ফলে লাখ লাখ লোক দেশ ত্যাগ করেছে। এতে তিনি ক্ষুদ্ধ। শেখ মুজিবের মুক্তি দাবি করে তাঁর দল শুধু তাই নয়, নির্বাচনের ফল মেনে নেওয়ারও আহ্বান জানানো হয়।
“Without which Pakistan cannot achieve sound democratic principles and respect for human right.”
জুমব্লাত বলেন, পাকিস্তান সরকারের এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে শরণার্থীরা দেশে ফিরতে পারে এবং “to establish principles of justice and equality among Pakistanis.”

সূত্র: India News, 18th September 1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন