You dont have javascript enabled! Please enable it! 1971.09.10 | প্যারিসে আন্তঃসংসদীয় সম্মেলনের প্রস্তাব - সংগ্রামের নোটবুক

আন্তঃসংসদীয় সম্মেলনের প্রস্তাব

প্যারিসে ১০ সেপ্টেম্বর আন্তঃসংসদীয় সম্মেলন বা ৫৯তম ইন্টার পার্লামেন্টারি কনফারেন্সে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। প্রস্তাবে বলা হয়েছিল:
আমরা উদ্বিগ্ন পূর্ব পাকিস্তানে যে ভয়াবহ ঘটনা ঘটছে তাতে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তাঁকে বলেছেন— “a very terrible blot on the page of human history.”
আমরা আরো শংকিত যেভাবে লক্ষ লক্ষ শরণার্থী আসছে ভারতে। সারা বিশ্বের জন্যই বিষয়টি উদ্বেগজনক। সব দেশই মনে করে এসব শরণার্থীর যন্ত্রণা লাঘব হোক।
অভিনন্দন জানাচ্ছে শরণার্থীদের যন্ত্রণা লাঘবে যাঁরা এগিয়ে আসছেন তাঁদের এ প্রচেষ্টা আরো বিস্তৃত হোক যাতে পূর্ব পাকিস্তান শরণার্থী ত্রাণ প্রচেষ্টা ফলপ্রসূ হয়।
অনুরোধ জানাচ্ছে পাকিস্তান সরকারকে যাতে যাঁরা এ প্রচেষ্টায় অংশ নিচ্ছেন তাঁদের সহায়তা জানাতে।
একইভাবে অনুরোধ জানাচ্ছেন সব সরকারকে যাতে শরণার্থীরা সম্মেলনের সঙ্গে দেশে ফিরতে পারে সে ব্যাপারে প্রচেষ্টা গ্রহণে।

সূত্র: দলিলপত্র: খন্ড ১৩
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন