You dont have javascript enabled! Please enable it! 1971.05.10 | বিশ্বশান্তিপরিষদ বাংলাদেশের ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে বিবৃতি দেন - সংগ্রামের নোটবুক

বিশ্বশান্তি পরিষদের প্রস্তাব

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ১০ মে বিশ্বশান্তি পরিষদ বা ওয়ার্ল্ড পিস কাউন্সিল এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। পাশ্চাত্যের অনেক সংস্থা ঐ সময় বিবৃতি দিয়েছে প্রত্যক্ষভাবে পাকিস্তানকে দায়ী না করে। কিন্তু শান্তি পরিষদ সরাসরিভাবে ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে বিবৃতি দেন।
তারা জানান, বহু বছর ধরে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা এবং বড় ব্যবসায়ীদের দ্বারা সর্বক্ষেত্রে লাঞ্চিত হচ্ছেন। ৫৬ ভাগ মানুষ বহু বছর ধরে জাতীয় ভাষাগত নিপীড়নের সম্মুখীন হয়েছেন। গত নির্বাচনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি জয়লাভ করেছে এবং “ending Pakistanis participation in imperialist military alliance.
তারা ক্ষমতা হস্তান্তরতো করেইনি তাঁদের ওপর নিষ্ঠুর আক্রমণ চালিয়েছে, জনগণ ঐক্যবদ্ধভাবে তা রুখে দাঁড়িয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছেন।
এরপর বাংলাদেশে যে ব্যাপকভাবে গণহত্যা চালানো হচ্ছে তাঁর বিবরণ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু মুজিবের কথা বলা হয়েছে এবং তাঁর যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়টি সবাইকে বিবেচনায় নিতে বলা হয়েছে। স্পষ্টভাবে তাঁরা জানিয়েছেন-
“would public opinion and the forces of peace everywhere should act immediately to put a stop to this bloodbath.”

সূত্র: Bangladesh Documents
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন