You dont have javascript enabled! Please enable it!

সিরিয়াতে নেওয়া হলো প্রস্তাব

সিরিয়াতে আরো নির্দিষ্টভাবে বলতে গেলে দামেস্কে জুন মাসের ২৩ ও ২৪ তারিখে আফ্রো এশিয়ান পিপলস সলিডারিটি অর্গানাইজেশন এর নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছিল। পরিষদের সভায় বাংলাদেশের পক্ষে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল।
# সাম্রাজ্যবাদ ও শোষণের বিরুদ্ধে আফ্রিকা এশিয়ার [আফ্রো এশিয়া] জনগণের সংগ্রামের গুরুত্ব সম্পর্কে সংস্থা ওয়াকিবহাল
# উপনিবেশবাদ, নতুন উপনিবেশবাদ এবং সামাজ্যবাদ তৃতীয় বিশ্বের জনগণের ওপর যে দুর্যোগের সৃষ্টি করছে পরিষদ তার নিন্দা করছে এবং সে কারণে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করছে।
১. শরণার্থীদের জন্য ন্যায্য ও মানবিক সমাধান করতে হবে যাতে তারা দেশে ফিরে যেতে পারেন এবং ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদ ও উপনিবেশদের বিরুদ্ধে লড়াই করতে পারেন।
২. সংস্থার সেক্রেটারি জেনারেলকে অনুরোধ করা হচ্ছে এ বিষয়ে কী ঘটছে তা অবহিত করার জন্য।

সূত্র: দলিলপত্র: খন্ড ১৩
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!