ফিনল্যান্ডে প্রতিবাদ
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে মে মাসের ২৭ তারিখ সোশালিস্ট ইন্টারন্যাশনাল কাউন্সিলের বার্ষিক অধিবেশন বসেছিল। সেখানে তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রস্তাব গ্রহণ করেন। তাঁদের মূল বক্তব্য ছিল পাকিস্তানের এখুনি যুদ্ধ বিরতিতে যাওয়া উচিত এবং সাম্প্রতিক নির্বাচনের ফলের ভিত্তিতে সমঝোতায় পৌঁছা বাঞ্চনীয়। সোস্যালিস্ট ইন্টারন্যাশনালে যাঁরা যোগ দিয়েছিলেন তাঁদের উচিত পাকিস্তানের ওপর চাপ প্রদান।
এই দ্বন্দ্বে ভারতের ওপরও চাপ পড়ছে। অর্থনৈতিকভাবে সংকটময় অবস্থায় পড়তে যাচ্ছে ভারত। জাতিসংঘে এখন আবেদন করা উচিত যাতে ভারতকে সহায়তা করা যায় তার জন্য আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণ। শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক বন্দিদের জন্যও তারা উদ্বেগ প্রকাশ করেন।
সম্মেলনে যোগ দিয়েছিলেন পশ্চিম জার্মানির চ্যান্সেলর, সুইডেন, নরওয়ে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং পশ্চিম ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, আফ্রিকা এবং এশিয়ার প্রভাবশালী সমাজতান্ত্রিক মতবাদী নেতৃবৃন্দ। যুক্তরাজ্যের লেবার দলের নেতা হ্যারল্ড উইলসন ও ডেনিস হিলিও সম্মেলনে যোগ দিয়েছিলেন।
সূত্র: বাংলাদেশ ডকুমেন্টস
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন