You dont have javascript enabled! Please enable it!

ভয়ংকর শাস্তি

অপারেশন ওমেগার কথা আগে উল্লেখ করেছি। লন্ডনে ছিল এর সদর দফতর। বিভিন্নভাবে তাঁরা বাংলাদশেকে সমর্থনের চেষ্টা করেছেন। এ ধরনের একটি প্রচেষ্টা ছিল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ। সেই পরিকল্পনা অনুযায়ী আমেরিকার নিউ জার্সির ডুমন্টের এলেন কনেট [পল কনেটর স্ত্রী] ও ব্রিটিশ নাগরিক গউন স্নাডেন অক্টোবরের চার তারিখে সীমান্ত অতিক্রম করেন। তারা বাংলাদেশের দশমাইল অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে তারা ওষুধ ও কাপড়চোপড় বিতরণ করছিলেন। এলেন হচ্ছেন ওমেগার দ্বিতীয় স্বেচ্ছাসেবী যাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই স্বেচ্ছাসেবী ছিলেন সান ফ্রানসিসকোর ড্যানিয়েল ভিউ। গত সেপ্টেম্বর তাঁকে বিচার করে ফেরত পাঠানো হয়। এবারও সেবার দুই স্বেচ্ছাসেবীকে দু’ বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। কারাগারে তাঁদের ‘বস’ ক্যাটাগরির মর্যাদা দিয়ে দাগী কয়েদিদের সঙ্গে রাখা হয়, তাঁদের মার্কিন আইনজীবীর সঙ্গেও কথা বলার অনুমতি দেওয়া হয়নি। ব্রিটিশ পত্রিকা অবজারভার ১৭ অক্টোবর এই কারাদণ্ডকে ভয়ংকর বলে উল্লেখ করে। তাদের ভাষায়—
“The Pakistan authorities used a big stick and imprisoned them. This has secured publicity and support for their aims from people all over the world… a two year sentence is monstrously excessive and must bring discredit it on the regime.”

সূত্র: Bangladesh Newsletter, 10 November1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!