যুগোশ্লোভিয়া থেকেও প্রতিবাদ
সেই এপ্রিলে যখন বাংলাদেশ প্রশ্নে বিবৃতি দিতে অনেকে ইতস্তত করছে, তখন যুগোশ্লোভিয়া থেকে ‘যুগোশ্লাভ লিগ ফর পিস, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইকুয়ালিটি’ বাংলাদেশে গণহত্যার প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেন। বাংলাদশে সরকার তখনও শপথ নেয়নি, তার আগেই তাঁরা বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তারা জানান-
পাকিস্তান সরকার সাংবাদিকদের দেশ থেকে বের করে দিয়েছে। সেন্সরশিপ আরোপ করেছে, তারপর জানিয়েছে সবকিছু স্বাভাবিক। কিন্তু, আন্তর্জাতিক গণমাধ্যমও অন্যান্য সূত্র থেকে জানা যাচ্ছে। কোনো কিছুই স্বাভাবিক নয় পূর্ব পাকিস্তানে ব্যাপকহারে হত্যা বন্ধ হয়নি [… the mass killing of East Pakistan people has not stopped.] পূর্ব পাকিস্তানের এই অবস্থা বিশ্বময় উদ্বেগের সৃষ্টি করেছে।
বিবৃতি তাঁরা আরো জানান, সামরিক বাহিনী কখনও অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সমস্যা নিরসন করতে পারেনি বরং তা আরো খারাপ করেছে। প্ররোচনা দিয়েছে নতুন করে ঘৃণার, দ্বন্দ্ব গভীর করে শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ করেছে। [“Military force has never succeeded in solving difficult economic, political and social problems but has always made them worse”.]
যুগোশ্লাভ লিগ মনে করে, পূর্ব পাকিস্তানের অধিবাসীরা ভোটের মাধ্যমে যা অর্জন করেছেন তা তাদের ফিরিয়ে দিতে হবে। এবং এর ভিত্তিতে জনগণের সমস্যার সমাধান না করলে, সামরিক বাহিনী কোনো ধরনের সমস্যার স্থায়ী সমাধান করতে পারবে না বরং তা সৃষ্টি করবে গভীরতর জটিলতার। পরিণামে বিশ্বের ঐ অংশের শান্তি হয়ত ব্যাহত হবে। [“Military force cannot lead to a lasting and stable settlement, but embodies a danger of graver complication which may jeopardize peace in that part of the world.”]
১৮ই এপ্রিল ফোর্থ ইন্টারন্যাশনালও একই ধরনের বিবৃতি দেন।
সূত্র: দি নিউ এজ
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন