বিশ্বখ্যাতদের চিঠি
কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক দর্পণ-এ একটি প্রতিবেদন বেরিয়েছিল। যে প্রতিবেদনটি বেরিয়েছিল সে সম্পর্কে আর কোনো তথ্য কোথাও পাইনি।
দর্পণ লিখেছিল— বিশ্বখ্যাত অনেকে চীন বিপ্লবের সমর্থক ছিলেন। তাঁরা আশা করেছিলেন, চীন মুক্তিযুদ্ধকে সমর্থন করবে কিন্তু চীন পাকিস্তানকে সমর্থন করায় তাঁরা মর্মাহত হন। তাঁরা চৌ-এন-লাই ও মাও-সে-তুং-কে একটি খোলা চিঠি লেখেন। পত্রিকার ভাষ্য অনুযায়ী তারিক আলীকে চিঠিটি পাঠানো হয় ওই চিঠিতে মওলানা ভাসানীর স্বাক্ষর নেওয়ার জন্য। তারিক ভাসানীর সাক্ষাৎ পাননি। ঐ চিঠিতে স্বাক্ষরকারীরা দু’টি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। “দুইটি কারণে ইয়াহিয়া খানের মিলিটারি শাহীর গণহত্যার প্রকাশ্য সমর্থন মার্ক্সবাদ-লেনিনবাদ বিরোধী, প্রথমত এই সমর্থন সমস্ত জাতির জাতীয় আত্মনিয়ন্ত্রণের লেনিনবাদী মৌলিক নীতির বিরোধী। অন্যান্য শোষিত জাতির মতো পূর্ববাংলার সাড়ে সাতকোটি জনসাধারণের পক্ষে এই নীতি প্রযোজ্য।
দ্বিতীয়ত আমরা বিশ্বাস করি যে, চীনের জনগণতন্ত্র পূর্ববাংলা ও পশ্চিম পাকিস্তানের বিপ্লবের স্তর উন্নয়নে সাহায্য করবে।” এ চিঠিতে স্বাক্ষরদাতাদের মধ্যে ছিলেন—জাঁ পল সার্ত্র, সিমন দ্য বুভায়া, জোয়ান রবিনসন, ব্ল্যাক প্যান্থার নেতা হুয়ে নিউটন, ইয়াসির আরাফাত প্রমুখ।
সূত্র: সাপ্তাহিক দর্পণ, ২৮.৫.১৯৭১
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন