সুইডেন বিক্ষোভ
সুইডেনের ‘ইয়ং লিবারল অর্গানাইজেশন’ নামে একটি সংস্থা ছিল। সুইডেনে প্রথম থেকেই বাংলাদেশের খবরাখবর পৌছাচ্ছিল এবং জনমতও বাংলাদেশের পক্ষে ছিল। ১২ নভেম্বর রাতে ইয়ং লিবারেলদের ৩০০ সদস্য পাকিস্তানি দূতাবাস ঘেরাও করে এবং বাংলাদেশের পক্ষে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা দাবি জানিয়ে বলেন, পাকিস্তানকে সব রকমের সহায়তা প্রদান বন্ধ করতে হবে। শুধু তাই নয়, তার সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করতে হবে। বক্তরা যা বলেন তার সারমর্ম— “দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে সংঘটিত বিশ্বের জঘন্যতম বর্বরতার প্রতি সুইডিস সরকারের বিরূপ মনোভাবের প্রমাণ হিসাবে অবিলম্বে পাকিস্তানকে পাকিস্তানি রাষ্ট্রদূতকে সুইডেন থেকে ফিরিয়ে নিতে হবে।”
সূত্র: দেশবাংলা, মুক্তাঞ্চল, ১৮.১২.১৯৭১
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন