শিক্ষকদের উদ্বেগ
চেকোশ্লোভাকিয়ার রাজধানী প্রাগ বা প্রাহাতে সেন্টেম্বরে ‘শিক্ষক ইউনিয়ন সমূহের বিশ্ব ফেডারেশনে’র সম্পাদক মন্ডলীর পক্ষে সাধারণ সম্পাদক য়ুরিস্পিলভয় পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে গণহত্যার জন্য প্রতিবাদ এবং শিক্ষক ও বুদ্ধিজীবীদের ওপর আক্রমণ ও হত্যায় উদ্বেগ জানিয়ে চিঠি পাঠান। ইয়াহিয়া অবশ্য এসব চিঠির গুরুত্ব না দিলেও ইউরোপে এ ধরনের প্রতিবাদের গুরুত্ব ছিল যা বাংলাদেশের পক্ষে জনমত গঠনে সহায়তা করেছে।
শিক্ষকদের এই ফেডারেশনের অন্তর্ভুক্ত ছিল এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার ৫১টি শিক্ষক সংগঠন ও ৬টি আন্তর্জাতিক সংস্থা যাদের মোট সদস্য সংখ্যা ছিল ৯০ লাখ।
সূত্র: মুক্তিযুদ্ধ, মুক্তাঞ্চল, ২৬.৯.১৯৭১
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন