লাহোর থেকে লালসালাম
পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা শুরু করেছে। এ খবর পৌঁছেছে পশ্চিম পাকিস্তানে। লাহোরের কিছু বুদ্ধিজীবী উদ্যোগ নিলেন বাঙালিদের সমর্থনে একটি বিবৃতি দেওয়ার। সে মুহূর্তে তাঁরা একটি বিবৃতি দিলেন—“আমরা বাংলাদেশের মানুষকে জানাই সালাম। শহীদের রক্তে আমরা দেখতে পাচ্ছি একটি জাতির উজ্জ্বল ভবিষ্যত। পূর্ববাংলার মানুষের সংগ্রামের পাশে আমরা আছি।”
পাঞ্জাবের বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পী, সমাজ-সংস্কৃতিক অ্যাকটিভিস্ট, ট্রেড ইউনিয়ন ও ছাত্র নেতারা এ বিবৃতিতে সই করেছিলেন। এ সংখ্যা ছিল প্রায় ১০০-এর মতো। এদের মধ্যে ছিলেন প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা মোহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক এরিক সিপরিয়ান, সাংবাদিক আবদুল্লাহ মানিক, ইশরাত রহমান, হামিদ আখতার, কবি হাবিব জালিব, শামীম আশরাফ মালিক ও ন্যাপের মাসুদ মুনওয়ার। আওয়ামী আযাদী আঞ্জুমানের আহমেদ সেলিম ও আঞ্জুমান-ই জুমহুরিয়াত পসন্দ খাওয়াতিনের তাহিরা মাজহার আলী খান।
সূত্র: নিউ এজ, দিল্লি, ৪.৪.১৯৭১
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন