You dont have javascript enabled! Please enable it! 1971.11.10 | পল ও’ডওইয়ার ও বিচারপতি চৌধুরীর বাংলাদেশের স্বীকৃতির দাবিতে এক ঘণ্টার বেতার অনুষ্ঠান | Bangladesh Newsletter - সংগ্রামের নোটবুক

পল ও’ডওইয়ারের আহ্বান

নিউ ইয়র্কের ডেমোক্রাটরা ১৪ অক্টোবর নিউইয়র্কে আমেরিকানস ফর বাংলাদেশ-এর সদর দফতর উদ্বোধন উপলক্ষে এক সমাবেশের [১৮৭ লেক্সিংটন অ্যাভেনিউ] আয়োজন করে। প্রাক্তন সিনেট প্রার্থী পল ওডওইয়ার সেখানে ছিলেন প্রধান বক্তা। তিনি ঘোষণা করেন বাংলাদেশ ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে আলাদা একটি একক। বর্তমানে তার আছে নিজস্ব সরকার। “Seventy-five million people deserve their own country.” সভায় উপস্থিত ছিলেন স্টেট অ্যাসেম্বলিম্যান এন্ড্রু স্টেইন। নিউ ইয়র্ক শহরের ডেমোক্রাটিক কমিটির ইয়ুথ কমিশনের সভাপতি রবার্ট এ ওয়াগানার এবং বিচারপতি আবু সাইদ চৌধুরী। ড’ওইয়ার মার্কিন নীতির তীব্র সমালোচনা করেন। তিনি ঘোষণা করেন— “Every bullet which has caused the death of a resident of Bangladesh has our name written on it.”
এন্ড্রু স্টেইন বলেন, ভিয়েতনামে যেমন অকার্যকর নীতি গ্রহণ করা হয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রেও তেমন নীতি গ্রহণ করা হয়েছে। এরপর পল ও’ডওইয়ার ও বিচারপতি চৌধুরী এক ঘণ্টার একটি বেতার অনুষ্ঠান করেন স্বীকৃতির দাবিতে।

সূত্র: Bangladesh Newsletter 10.11.1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন