You dont have javascript enabled! Please enable it! 1971.11.25 | বাংলাদেশের জন্য ফরাসী সংহতি কমিটি | Bangladesh Newsletter - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের জন্য ফরাসী সংহতি কমিটি

নভেম্বরে বাংলাদেশ পক্ষ সমর্থন করার জন্য ফরাসীরা বাংলাদেশ ফরাসী সংহতি কমিটি গঠন করে। কমিটিতে সব ধরনের রাজনৈতিক মতাবলম্বীরা অংশ নিয়েছিলেন। যুদ্ধের আগে পাকিস্তান সরকার ফরাসী সরকারের সঙ্গে অস্ত্র সরবরাহের চুক্তি করেছিল যাতে বলা হয়েছিল ফরাসী সরকার বাংলাদেশকে সমরাস্ত্র, হেলিকপ্টার, সাবমেরিন, খুচরো যন্ত্রাংশ সরবরাহ করবে।
কমিটি গঠন করার পরই দাবি জানায় সব ধরনের সমরাস্ত্র সরবরাহ স্থগিত করতে হবে। কমিটি জানায়, পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সম্প্রতি অস্ত্র সরবরাহ করার জন্য ফরাসি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। কমিটির মুত্রপাত্র বলেন, এ কারণেই তাঁরা এই দাবী করছেন।

সূত্র: Bangladesh Newsletter, 25 November 1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন