You dont have javascript enabled! Please enable it! 1971.06.18 | সর্বোদয় সম্মেলনে বাংলাদেশ | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

সর্বোদয় সম্মেলনে বাংলাদেশ

সর্বোদয় নেতা জয় প্রকাশ নারায়ণ বাংলাদেশ আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। দিল্লিতে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলেন। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে নাসিকে সর্বোদয়ের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, সর্বোদয় নেতা সিদ্ধরাজ ডেডার। সম্মেলন উদ্বোধন করেন দাদা ধর্মাধিকারী।। অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন মহারাষ্ট্র বিধান সভার স্পিকার টি এস ভার্দে। বাংলাদেশ থেকে ‘পিপলস’ পত্রিকার মালিক ও সম্পাদক আবেদুর রহমান উপস্থিত ছিলেন।
আবেদুর রহমান মুক্তিযুদ্ধের পটভূমি বিশ্লেষণ করে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। জয় প্রকাশ নারায়ণ প্রথম দিন ভাষণ দিয়ে বাংলাদেশের পক্ষে জনমত গঠনের জন্য ইউরোপ রওয়ানা দেন।
সম্মেলনে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব পাস হয়। যেমন—
১. মুক্তিযুদ্ধের বা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সমর্থনে বিশ্বজনমত গড়ে তোলা।
২. “স্বাধীন গণতান্ত্রিক বাংলা রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি প্রদানের জন্য জনমতের চাপে ভারত সরকারকে সুদৃঢ় শক্তিশালী করে তোলা।”
৩. বাংলাদেশের তরুণদের নিয়ে সীমান্তবর্তী অঞ্চলে ‘আত্মরক্ষা ও প্রতিরোধমূলক’ ‘তরুণ শান্তি সেনা প্রশিক্ষণ শিবির স্থাপন।

সূত্র: যুগশক্তি, করিমগঞ্জ, আসাম, ১৮-৬.১৯৭১
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন