You dont have javascript enabled! Please enable it! 1971.12.10 | ভজনেস্কি ও গিনসবার্গের কবিতা পাঠ | বাংলাদেশ নিউজ লেটার - সংগ্রামের নোটবুক

ভজনেস্কি ও গিনসবার্গের কবিতা পাঠ

মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে একটি সংস্থা গড়ে উঠেছিল। নিউ ইয়র্কে গড়ে ওঠা এই সংস্থার নাম ছিল আমেরিকানস ফর বাংলাদেশ। সংস্থার উদ্দেশ্য ছিল মার্কিন জনমত-কে বাংলাদেশের পক্ষে নিয়ে আসা ও বাঙালিদের জন্য অর্থ সংগ্রহ করা।
অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তারা ঠিক করলেন এক কবিতা পাঠের আয়োজন করবেন নিউ ইয়র্কের সেন্ট জর্জেস চার্চে। ১০ জন কবি কবিতা পাঠ করবেন সেখানে ২০ নভেম্বর সন্ধ্যা ৭টায়। কবিরা হলেন কেনেথ কচ; এড স্যান্ডার্স, গ্রেগরি কর্সো, পিটার অর্লভস্কি, অ্যান ওয়ার্ল্ডম্যান, মাইকেল ব্রাউনস্টেইন, ডিক গ্যালপ এবং রন প্যাডগেট। কিন্তু মূল আকর্ষণ ছিলেন অ্যালেন গিন্সবার্গ ও আন্দ্রে ভজনেস্কি। সেই সময় ইভতেশেংকুও লিখছেন। কিন্তু ভজনেস্কি ছিলেন বেশি জনপ্রিয়। সংবাদে বলা হয়েছিল গিন্সবার্গ সম্প্রতি বাঙালি শরণার্থী ক্যাম্প দেখে ফিরেছেন এবং কী দেখেছেন—
“Millions of brothers in woe,
Millions of sisters no where to go,
Millions of children in the rain,
Millions of mothers in pain-
September flood over Jessore Road.”

সূত্র:: বাংলাদেশ নিউজ লেটার, 10.12.1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন