You dont have javascript enabled! Please enable it! আমেরিকার পিপলস কোয়ালিশন ফর পিস জাস্টিসের সম্মেলন - সংগ্রামের নোটবুক

শান্তি কমিটিসমূহের আহ্বান

জুন ২৭, উইসকনসিনের মিলওয়াকিতে আমেরিকার পিপলস কোয়ালিশন ফর পিস জাস্টিসের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০০টির মতো শান্তি কমিটির কোয়ালিশন পিসিপিজের ৮০০ প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন।
পশ্চিম পাকিস্তানের ড. একবাল আহমদ ছিলেন প্রথম অধিবেশনের মূল বক্তা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পূর্ববঙ্গের ঘটনার সঙ্গে ভিয়েতনামের মতো জড়িত হতে যাচ্ছে। প্রতিনিধিদের উচিত মার্কিন এই নীতি দৃঢ়ভাবে প্রতিরোধ করা।
আমেরিকার নীতি প্রতিরোধে তিন সপ্তাহে আমরা কী করতে পারি যা ‘Perpetrating the worst Human disaster in Modern History?’ পিসিপিজে সিদ্ধান্ত নিয়েছিল নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও সানফ্রানসিসকোতে তিনটি সমাবেশ করবে, বাংলাদেশের পক্ষে জনমত গড়ার জন্য লবিং সহ যা যা দরকার কববে। বাংলাদেশের মুক্তিসংগ্রামকে সমর্থন করে এর আগে তাঁরা প্রস্তাব পাস করেছিলেন।
উইসকনসিনের শান্তি কমিটিসমূহের জোট ও আমেরিকান সার্ভিসম্যান ইউনিয়ন ৩ জুলাই ম্যাডিসনে পাকিস্তানি ছাত্রদের এক কনভেনশনের বিরুদ্ধে মিছিল করেছিল। পাকিস্তানের রাষ্ট্রদূতের আসার কথা ছিল। কিন্তু প্রতিবাদ মিছিলের কথা শুনে তিনি আসেননি।

সূত্র: Bangladesh Newsletter 15.7.1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন