You dont have javascript enabled! Please enable it! ওয়ার্ল্ড ফেডেরালিস্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিশন ফর জুরিস্টস-এর নেতৃত্বে মানবাধিকার লংঘনের প্রতিবাদ - সংগ্রামের নোটবুক

মানবাধিকার লংঘনের প্রতিবাদ

ওয়ার্ল্ড ফেডেরালিস্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিশন ফর জুরিস্টস-এর নেতৃত্বে ২২টি সংগঠন ২০ জুলাই জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে এক প্রতিবাদ জানিয়ে দাবি করে পূর্ব পাকিস্তানে চরম মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে।
এই ২২টি সংস্থা কোনো-না-কোনোভাবে জাতিসংঘের সঙ্গে জড়িত এবং জাতিসংঘ ফোরামে সাক্ষ্য দেওয়ার অধিকার আছে। জাতিসংঘের মহাসচিবকে তাঁরা জানিয়েছিলেন, এ বিষয়টি শুনানীর জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি সাব-কমিটি নির্ধারণে যাঁরা সংখ্যালঘিষ্টের বিরুদ্ধে বৈষম্য ও তাদের সুরক্ষার জন্য কাজ করেন। এ প্রতিবাদ ছিল গুরুত্বপূর্ণ কারণ গ্রুপগুলো ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

সূত্র: Bangladesh Newsletter, 5.8.1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন