টরেন্টোর প্রতিবাদ
আগস্টের ৫ তারিখে টরেন্টো বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সন্ধ্যার সময় একটি আলোচনা সভার আয়োজন করে। উদ্যোক্তা বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলেও বক্তারা ছিলেন সব কানাডিয়ান। যাঁরা বক্তৃতা দেন তাঁরা হলেন—
১. এন্ড্রু ব্রিউইন, কানাডার পার্লামেন্ট সদস্য
২. ফ্রেডরিক নোসাল, টরেন্টো টেলিগ্রাম এর সহযোগী সম্পাদক
৩. পল ইগনাটিয়েফ, ইউনেসকো, টরেন্টোর পরিচালক
৪. লেসলি স্মিথ, ফুড এন্ড ড্রাগ ডিরেকটরেট।
কানাডার যে তিনজন পার্লামেন্ট সদস্য ভারত ও পাকিস্তান সরকারের আমন্ত্রণে গিয়েছিলেন ব্রিউইন ছিলেন তার একজন। তিনি বলেন, যে কোনো মিমাংসায় গত নির্বাচনে যাঁরা জিতেছে তাদের মতামত প্রতিফলিত হতে হবে।
লেসলি স্মিথও শরণার্থী শিবির পরিদর্শন করে একটি ডকুমেন্টারি করেছিলেন যা দেখানো হয়েছিল। শরণার্থীদের অবস্থা কে তিনি “সংকটের মধ্যে সংকট” বলে উল্লেখ করেছিলেন।
সূত্র: Bangladesh Newsletter, 20.8.1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন