You dont have javascript enabled! Please enable it! 1971.08.10 | ডেনমার্ক বা দিনেমার সরকারের প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান - সংগ্রামের নোটবুক

দিনেমার সরকারের প্রতিবাদ

মুক্তিযুদ্ধের সময় ইউরোপের অনেক দেশ বাংলাদেশের পক্ষে থাকলেও সরাসরি প্রকাশ্যে কিছু বলেনি। শুধু শরণার্থীদের সহায়তার কথা বলেছে। কিন্তু ১০ আগস্ট ডেনমার্ক বা দিনেমার সরকার প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেন। ঐ দিন ছিল মন্ত্রীসভার বৈঠক। ঐ সভায় দিনেমার নাগরিকদের কয়েকটি বিষয়ে শংকার কথা তুলে ধরা হয়—১. বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষায় পদক্ষেপ নেওয়া, ২. বাংলাদেশে গণহত্যা ও শরণার্থী বিষয়টি জাতিসংঘে তোলা, ৩. পাকিস্তান সরকারকে সবরকমের সহায়তা বন্ধ করা।
মন্ত্রীসভা তৃতীয় বিষয়ে পদক্ষেপ নেন। পাকিস্তানকে ১৯ মিলিয়ন ক্রনার সহায়তা দেওয়ার কথা ছিল। তা স্থগিত করা হয়। আসন্ন স্ক্যান্ডেনেভিয় দেশগুলোর সম্মেলনে বাংলাদেশের গণহত্যা বিষয়টি জাতিসংঘে তোলা যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কোপেনহেগেনে ইতোমধ্যে বাংলাদেশ অ্যাকশন গ্রুপ গঠন করা হয়েছিল।

সূত্র: Bangladesh Newsletter 25.9.1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন