You dont have javascript enabled! Please enable it! বাঙালিদের সাহায্যের জন্য দেশে দেশে দাতব্য প্রচেষ্টা - সংগ্রামের নোটবুক

বাঙালির জন্য দাতব্য প্রচেষ্টা

বাঙালিদের সাহায্যের জন্য দেশে দেশে অনেক দাতব্য প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল। হয়ত সামান্য টাকা উঠেছে কিন্তু দাতব্য প্রচেষ্টা অব্যাহত থেকেছে। যাঁরা এসব প্রচেষ্টা নিয়েছিলেন তাদের মধ্যে মানবিকবোধ হয়ে উঠেছিল প্রচণ্ড। এসব প্রচেষ্টার ধারাবাহিক কোনো বিবরণ তৈরি করা যায়নি। এখানে দু’একটি উদাহরণ দিই।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়ের ক্যাম্পাসে বাঙালি শিশুদের সাহায্যার্থে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান শুরু হয় ২০ সেপ্টেম্বর। সাতটি দেশের চলচ্চিত্র দেখানো হয়েছিল।
টরেন্টোতে ২৬ আগস্ট সত্যজিৎ রায়ের দুইকন্যা দেখানো হয় চারবার। টিকেট বিক্রির টাকা দান করা হয় কানাডার অক্সফামে।
টরেন্টোতে ১৭ সেপ্টেম্বর টেনিস অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে গান গেয়ে শোনান ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর। যে টাকা উঠেছিল তা দান করা হয় কানাডার অক্সফামে।
অক্টোবর ২১ তারিখে আইওয়া বেঙ্গল রিলিফ কমিটি পণ্ডিত রবিশংকরের সেতার বাদনের আয়োজন করে বাঙালি শরণার্থীদের সহায়তার জন্য।

সূত্র: Bangladesh Newsletter, 10.9.1971; 10.11.1971
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন