You dont have javascript enabled! Please enable it!

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় বিভাগের ছাত্র-শিক্ষক-কর্মকর্তারা একটি আবেদন করেছিলেন [পিটিশন] সরকারের কাছে। খুব সম্ভব ঐ এলাকার প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন মি. ওয়াল্ডি। তিনি প্রতিনিধি সভার অধিবেশনে এই দরখাস্তের বিষয়টি তুলেছিলেন এ বলে যে, “I believe this petition is worthy of the attention of this body.”
দরখাস্তকারীরা বলেছিলেন ২৫ মার্চ থেকে পাকিস্তান সেনাবাহিনী পূর্ববঙ্গের মানুষের ওপর যে হত্যাকাণ্ড চালাচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। তাঁরা সুপরিকল্পিতভাবে বাঙালি সামরিক কর্মকর্তা, ছাত্র, বুদ্ধিজীবী, চকুরিজীবীদের হত্যা করছে যাতে ভবিষ্যতে বাংলায় কেউ নেতৃত্ব দিতে না পারে। বিশেষভাবে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সব অধ্যাপকরা। এই নীতি তাদের মতে পূর্ববঙ্গকে পরিণত করবে একটি বিরান ভূমিতে যেখানে বসবাস করবে ভীত এবং দমিত সব অধিবাসী। তাঁদের ভাষায়, এই নীতি এখন প্রত্যন্ত, আদিবাসী এলাকা বা ছোট গ্রামে প্রয়োগ করা হবে তখন তা হবে মর্মান্তিক— “is unspeakably evil when populace which only three months before had overwhelmingly voiced its desire for a measure of richly deserved regional autonomy.”
যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা বা ব্যক্তি যে বিষয়টি কখনও প্রকাশ্যে বলতে চাননি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি তা বলেছিলেন। তাঁরা বলেছিলেন, রাশিয়া ও ভারতের সঙ্গে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্রের উচিত এর প্রতিবাদ করা। শুধু তাই নয় পাকিস্তানকে সমস্ত অর্থনৈতিক ও সামরিক সহায়তা এখনই বন্ধ করতে হবে যতক্ষণ না সরকার পূর্ববঙ্গবাসীদের ইচ্ছাকে সম্মান প্রদান করবে।
মি. ওয়ালডি ৫ মে এই পিটিশন কংগ্রেস কার্যবিবরণীতে নথিভুক্ত করেছিলেন। যে সব শিক্ষক এই প্রতিবাদপত্রে সই করেছিলেন তাঁরা হলেন—
১. জেমস এন. এন্ডারসন, নৃতত্ত্বের অধ্যাপক
২. জেরাল্ড ডি. ব্যরিম্যান, নৃবিজ্ঞানের অধ্যাপক
৩. জে. দাশগুপ্ত, রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক
৪. জোসেফ ফিসচার, ইন্দোনেশীয় সমাজ বিজ্ঞান প্রকল্প
৫. উইলিয়াম জিওগহেগান, নৃতত্ত্বের অধ্যাপক
৬. এলেন এম. গামপারজ, সমাজ বিজ্ঞানের প্রভাষক
৭. জন জে. গামপরাজ, নৃতত্ত্বের অধ্যাপক
৮. এলিস এস ইচম্যান, শিক্ষার প্রভাষক
৯. ওয়ারেন ইচম্যান, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক
১০. জেমস ম্যাটিসফ; ভাষাতত্ত্বের অধ্যাপক
১১. থমাস আর মেটকাফ, ইতিহাসের অধ্যাপক
১২. লিওনার্দ নাথান, চেয়ারম্যান রেটরিক বিভাগ
১৩. ব্রুস প্রে, দক্ষিণ এশিয় ভাষার অধ্যাপক
১৪. গর্ডন সি. বোড়ারসেন, দক্ষিণ এশিয় ভাষা ও সাহিত্যের অধ্যাপক
১৫. লি. রোজ, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক
১৬. জেমস শুবার্ট, দক্ষিণ এশিয় ভাষার অধ্যাপক
১৭. জে. ফ্রিৎস স্টার্ন, দক্ষিণ এশিয় ভাষা ও সাহিত্য এবং দর্শনের অধ্যাপক।
ছাত্র ও কর্মকর্তাদের নাম উল্লেখ করা হলো না।

সূত্র: দলিলপত্র: খন্ড ১৩
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!