সোভিয়েত নারীদের প্রতিবাদ
সোভিয়েত উইম্যানস কমিটি ১৯৭১ সালের ৪ অক্টোবর পূর্ব পাকিস্তানে যা ঘটছে তার তীব্র প্রতিবাদ জানান। কমিটি ঘোষণা করে প্রতিশোধ, মানবাধিকার লংঘন এবং গণতন্ত্রের নূন্যতম নীতি পাকিস্তান সরকার না মানায় ৯০ লক্ষ মানুষ বাস্তুত্যাগ করেছেন। এদের মধ্যে অনেকে অনাহারে ও মহামারীর কারণে মৃত্যুবরণ করেন। পূর্ব পাকিস্তানে অনেক প্রতিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভিন্ন দেশের লক্ষাধিক মানুষ কী বলছে পাকিস্তানি কর্তৃপক্ষের তাতে মনোযোগ দেওয়া উচিত। তাদের উচিত আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের ওপর নিপীড়ন বন্ধ করার এবং তাঁর সঙ্গে আলোচনায় বসে মীমাংসা করা যাতে লক্ষ লক্ষ মানুষের ঘরে ফেরার পথ সুগম হয়।
এছাড়া ১৫ অক্টোবরের মধ্যে মস্কো, লেনিনগ্রাড, মিনস্ক, রিগা ও অন্যান্য কয়েকটি শহরেও বাংলাদেশের পক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সূত্র: Bangladesh Documents
দলিলপত্র: খণ্ড ১৩
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন