You dont have javascript enabled! Please enable it!

ওয়ার্ল্ড ফেডারিলিস্টদের প্রস্তাব

নরওয়ের হনুফাতে অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেডারিলিস্টদের এক বৈঠক হয় ৮ আগস্ট। এই সংস্থা তাদের অধিবেশনে বাংলাদেশ নিয়ে একটি প্রস্তাব পাস করে। অন্যান্য অনেক সংস্থার মতো তাঁরাও শরণার্থী সমস্যার ওপর গুরুত্ব আরোপ করে। ভারতের ওপর এই সমস্যা চাপিয়ে দেওয়া হয়েছে। তারপরও ভারত আন্তর্জাতিক জটিলতা ও ক্ষমতার দ্বন্দ্বের দিকে না তাকিয়ে এই অর্থনৈতিক ভার বহন করছে।
ওয়ার্ল্ড ফেডারিলিস্ট এ পরিপ্রেক্ষিতে প্রস্তাব করছে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের সদস্যদের এই সংকট সুরাহার জন্য। বিভিন্ন রাষ্ট্রকে অনুরোধ জানাচ্ছে ভারতকে সহায়তার জন্য যাতে সে শরণার্থী সমস্যা মোকাবেলা করতে পারে। সবশেষে
“Calls upon the authorities in West Pakistan to cease all acts of terrorism and repression and to seek immediately a negotiated political solution to the crisis.”

সূত্র: দলিলপত্র: খন্ড ১৩
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!