জাস্টিস ফর ইস্ট বেঙ্গল কমিটি
ব্রিটেনে পূর্ববঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা কমিটি বা জাস্টিস ফর ইস্ট বেঙ্গল কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে ছিলেন রক্ষণশীল এম. পি জন হ্যানাস, লিবারেল এম.পি জন পারদো ও লেবার পার্টির ডগলাস ম্যান। এ ছাড়াও আরো দু’জন সদস্য ছিলেন।
তাদের উদ্দেশ্য—
১. হত্যা ও যুদ্ধ বন্ধ করা
২. আন্তর্জাতিক রেডক্রস ও অন্যান্য আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠানকে বাংলাদেশে ঢুকতে দেওয়া
৩. যতদিন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে ধ্বংসাত্মক কার্য চালাবে ততদিন পাকিস্তানে উন্নয়নমূলক সাহায্য বন্ধ রাখা
৪. পূর্ব পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা
৫. শান্তিপূর্ণ সমাধানের জন্য রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ
৬. সিংহলে পাকিস্তানের সামরিক দ্রব্যাদি নামানোর অধিকারের অবসান।
সূত্র: দৈনিক আনন্দবাজার, কলকাতা, ২৫.৪.১৯৭১
একাত্তরের বন্ধু যাঁরা- মুনতাসীর মামুন