You dont have javascript enabled! Please enable it!

নোয়াখালী জেলার বধ্যভূমির তালিকা

স্থানের নাম, ঠিকান এবং জিআর, ম্যাপ শিট নম্বর ঘটনার বিবরণ শহীদদের নাম ঠিকানা
১. শ্রীপুর ইউনিয়ন, নোয়াখালী পৌরসভা,

থানা: সুধারাম, জেলা:নোয়াখালী ।

২৪১১৬৯, ৭৯ এন/১

 

 

এলাকার পাকিস্তানি বাহিনীর বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু নিরীহ লোক ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে গুলি করে হত্যা করে।

১. শহীদ মো. আবুল কাশেম, পিতা: মো. হারিছ মিয়া, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

২. শহীদ নূর মোহাম্মদ, পিতা: জান মিয়া, গ্রাম ও ডাকঘর : সোনাপুর সদর, নোয়াখালী ।

৩. শহীদ আবদুল কাদের, পিতা: এমরাত আলী, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

8. শহীদ মো. জহুরুল হক, পিতাঃ নূর মিয়া, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর নোয়াখালী ।

৫. শহীদ মো. জয়নাল আবেদীন, পিতা: নূর মিয়া, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৬. শহীদ মিজানুর হায়দার, পিতা: মফিজুল হায়দার, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৭. শহীদ আমিনুল হক, পিতা: সামছুল হক, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৮. শহীদ গোলাম রসুল, পিতা: আবদুল খালেক, গ্রাম: সোনাপুর, পোস্ট: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৯. শহীদ নুর মিয়া, পিতা: আফাজ উদ্দিন, গ্রাম ও ডাকঘর:  সোনাপুর, সদর, নোয়াখালী ।

১০. শহীদ আবদুল খালেক, পিতা: নুর মিয়া, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী।

১১. শহীদ নুর ইসলাম (চৌধুরী), পিতা: আবদুল গনি, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী।

১২. শহীদ আবুল খায়ের, পিতা: আবদুর রহমান, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

১৩. শহীদ আবুল বশর, পিতা: আবদুর রহমান, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

১৩. শহীদ আবুল বশর মো. জসীম উদ্দিন, পিতা: নজির আহমেদ, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

১৪. শহীদ মো. আবুল কাশেম, পিতা: আবদুল ওয়াদুদ, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী।

১৫. শহীদ মো. রফিক উল্লাহ, পিতা: মৃত ফজলের রহমান, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী।

১৬. শহীদ মো. আবদুল খালেক, পিতা: মন্তাজ মিয়া, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

১৭. শহীদ মো. ইয়াছিন, পিতা: আবদুল লতিফ, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী।

১৮. শহীদ আক্কাছ মিয়া, পিতা: আবদুল সেলামত, গ্রাম: শ্রীপুর, ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

১৯. শহীদ আবদুল কাইয়ুম, পিতা: নজির আহমেদ, গ্রাম: শ্রীপুর, ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

২০. শহীদ আবদুর রাজ্জাক, পিতা: ইসমাইল ফরাজী, গ্রাম: শ্রীপুর, ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

২১. শহীদ মো. রফিক উল্লাহ, পিতাঃ মৌলানা মো. ফয়েজ উল্লাহ, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

২২. শহীদ মো. শামছুল হক, পিতা: মৃত কালা মিয়া মুহুরী, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

২৩. আবু তাহের, পিতা: আবদুল কাদের, গ্রাম: শ্রীপুর, ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

২৪. শহীদ আবদুল কাদের, পিতা: দুলা মিয়া, গ্রাম: শ্রীপুর, ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

২৫. শহীদ মো. আজিজ আহম্মেদ, পিতা: মৃত মো. নূর বক্স পণ্ডিত, গ্রাম: শ্রীপুর, ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

২৬. শহীদ আলী হোসেন, পিতা: সৈয়দ আহমেদ, শ্রীপুর, ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

২৭. শহীদ নূর ইসলাম, পিতা: মাহমুদুর রহমান, গ্রাম: শ্রীপুর, ডাকঘর: মধ্য করিমপুর, সদর, নোয়াখালী ৷

২৮. শহীদ আলী হায়দার, পিতা: সৈয়দ আহম্মেদ, গ্রাম: শ্রীপুর, ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

২৯. শহীদ মোজাম্মেল হোসেন, পিতা: গোলাম মাওলা চৌধুরী, গ্রাম: মধ্য করিমপুর, ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ৷

৩০. শহীদ ছেরাজল হক, পিতা: মৃত হারিছ মিয়া, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৩১. শহীদ ছায়দল হক, পিতা: মৃত ছেরাজল হক, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী।

৩২. শহীদ আবুল কালাম, পিতা: মৃত বাদশা মিয়া, গ্রাম: শ্রীপুর, ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৩৩. শহীদ মন্তাজ মিয়া, পিতা: মৃত: ইদ্রিছ মিয়া, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৩৪. শহীদ সাখাওয়াত হোসেন, পিতা: মৃত হাজী সুজায়েত আলী, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৩৫. শহীদ আবদুর রহমান, পিতা: মৃত আবদুল করিম, গ্রাম: শ্রীপুর, ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৩৬. শহীদ ছায়েদল হক, পিতা: মৃত ছেরাজল হক, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৩৭. শহীদ সিরাজুল হক, পিতা: মৃত রহমত আলী, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৩৮. শহীদ জোসেফ সোয়ারিশ, পিতা: আরনেস সোয়ারিশ, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৩৯. শহীদ হুমায়ুন কবির, পিতা: মৃত নজির মিয়া, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৪০. শহীদ আবদুর রব, পিতা: আবদুর রশিদ, গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী।

৪১. শহীদ মো. আবদুল ওয়াদুদ, পিতা: মৃত মোহাম্মদ মিয়া,গ্রাম ও ডাকঘর: সোনাপুর, সদর, নোয়াখালী ।

৪২. শহীদ মজিবল হক, পিতা: মৃত আবদুল করিম ভূঞা, গ্রাম: শ্রীপুর, ডাকঘর: সোনাপুর, নোয়াখালী সদর, নোয়াখালী I

(বি.দ্র. প্রায় শতাধিক লোক শহীদ হন। পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ প্রতিটি পরিচিত ব্যক্তিকে যাঁর যাঁর বাড়িতে কবর দেওয়া হয়। অপরিচিতদের সোনাপুর কবরস্থানে দাফন করা হয়। কবরের চিহ্ন কেউ বলতে পারে না । তাঁদের নামও কেউ জানে না।)

২. গোপালপুর/ নয়াবাজার, ইউনিয়নঃ ১২ নম্বর গোপালপুর,

থানাঃ বেগম গঞ্জ,

জেলাঃ নোয়াখালী।

১৭৯৩৪০, ৭৯ এন/১

গোপালপুর নয়াবাজারে পাকিস্তানি বাহিনী ২৪জন মানুষকে ধরে এনে এক সারিতে দাঁড় করিয়ে ব্রাশফায়ারের মাধ্যমে নর্মমভারে হত্যা করে। ১. শহীদ মাহাবুবুল হায়দার চৌধুরী, পিতা: মৃত ছেরাজুল আগস্ট | হায়দার চৌধুরী, বেতুয়াবাগ, ১২ নম্বর গোপালপুর।

২. শহীদ দীন ইসলাম, পিতাঃ হাজী খলিলের রহমান, বেতুয়াবাগ, ১২ নম্বর গোপালপুর।

৩. শহীদ হাবীব উল্লাহ, পিতা: মৃত: গোলাম রহমান, বেতুয়াবাগ, ১২ নম্বর গোপালপুর।

৪. শহীদ মো. ইসমাইল মিয়া, পিতা: মৃত ইদ্রিস মুরী, বেতুয়াবাগ, ১২ নম্বর গোপালপুর ।

৫. শহীদ অহিদ উল্লাহ, পিতা: মৃত তসলিম মিয়া, শাহাদতপুর, ১২ নম্বর গোপালপুর ।

৬. শহীদ মোহাম্মদ উল্লাহ, পিতা: গোলাম আলী, শাহাদাতপুর, ১২ নম্বর গোপালপুর।

৭. শহীদ দুলাল মিয়া, পিতা: ইব্রাহিম মিয়া, শাহাদাতপুর, ১২ নম্বর গোপালপুর ।

৮. শহীদ সামছুল হক মাস্টার, পিতা: আইয়ুব আলী, আর্টিয়াকান্দি, ১২ নম্বর গোপালপুর।

৯. শহীদ মজিব উল্লাহ, পিতা: হাজী সোনা মিয়া, আর্টিয়াকান্দি, ১২ নম্বর গোপালপুর ।

১০. শহীদ আবুল কাশেম, পিতা: মৃত লুৎফর রহমান, মির্জানগর, ১২ নম্বর গোপালপুর ।

১১. শহীদ আবু বকর সিদ্দিক, পিতা: হক্কা মিয়া, মির্জানগর, ১২ নম্বর গোপালপুর ।

১২. শহীদ ছিদ্দিক উল্লাহ, পিতা: বাদশা মিয়া, সিরাজ উদ্দিনপুর, ১২ নম্বর গোপালপুর ।

১৩. শহীদ মন্তাজ মিয়া, পিতা: আছাদ ব্যাপারী, মাহাবুল্লাপুর, ১২ নম্বর গোপালপুর ।

১৪. শহীদ মমিন উল্লাহ, পিতা: মো. আ. হাকিম, মাহাবুল্লাপুর, ১২ নম্বর গোপালপুর ।

১৫. শহীদ নূর মোহাম্মদ, পিতা: ইউনুছ মিয়া, মাহাবুল্লাপুর, ১২ নম্বর গোপালপুর ।

১৬. শহীদ আবদুল মান্নান, পিতা: বদু মিয়া, মাহাবুল্লাপুর, ১২ নম্বর গোপালপুর ।

১৭. শহীদ মোবারক উল্ল্যাহ, পিতা: হাফিজ উল্লাহ, পানুয়া পাড়া, ১২ নম্বর গোপালপুর ।

১৮. শহীদ মোহাম্মদ উল্লাহ (দর্জি), পিতা: নুর মিয়া মুন্সী, চাঁদকাশিমপুর, ১২ নম্বর গোপালপুর ।

১৯. শহীদ আবদুর রশিদ, আমিরাবাদ, ১২ নম্বর গোপালপুর ।

২০. শহীদ আবদুস সাত্তার, বারাইনগর, ১২ নম্বর গোপালপুর ।

২১. শহীদ আবদুল করিম, হীরাপুর, ১২ নম্বর গোপালপুর ।

২২. শহীদ ডা. মো. সুজায়েত উল্লাহ, দশঘড়িয়া, ১২ নম্বর গোপালপুর ।

২৩. শহীদ বশির উল্লাহ, পিতা: আলী আকবর, আটিয়াকান্দি ১২ নম্বর গোপালপুর ।

.৩. রামহরি তালুক, ইউনিয়নঃ ৮ নম্বর কালাতরাপ,

থানাঃ সুধারাম,

জেলাঃ নোয়াখালী।

১২৬১৬৬, ৭৯ এন/১

এখানে রাজাকার বাহিনীঃ এলাকার কিছু লোককে ধরে এনে নির্যাতন করে এবং পরবর্তী সময় হত্যা করে।  ১. শহীদ মমিন উল্লাহ,

২. শহীদ নূরুদ্দিন, 

৩. শহীদ সাহাব উদ্দিন, 

৪. শহীদ সফি উল্লাহ এবং সবাই শহীদ মমিন উল্লাহ সাহেবের বাড়ির। ঐ বাড়িটি মুক্তিযোদ্ধাদের ছোটোখাটো  আশ্রয়স্থল ছিল। এ ছাড়া এলাকার লোক:

  ১. শহীদ হেনজু মিয়া,

  ২. শহীদ জুল হক।

৪. সোনাইমুড়ি, ইউনিয়নঃ সোনাইমুড়ি,

থানাঃ সোনাইমুড়ি ( সাবেক বেগমগঞ্জ),

জেলাঃ নোয়াখালী।

২৩২৪১১, ৭৯ এম/৪

সোনাইমুড়ি বাজারের ভেতর অগ্রণী ব্যাংকে ছিল। পাকিস্তানি সেনাদের ক্যাম্প । ২য় ক্যাম্প ছিল সোনাইমুড়ি হাইস্কুলে। সোনাইমুড়ি রেল স্টেশনের উত্তর মাথার পানির ট্যাংকের কলঘরের পশ্চিম পাশে ছিল পাকিস্তানি সেনাদের জল্লাদ খানা। সেখানেই সব হত্যাকান্ড চলতো।

১. শহীদ নির্মলা সুন্দরী চ্যাটার্জি ,

২. শহীদ তপন কুমার চ্যাটার্জি, 

৩. শহীদ হরি বল্লভ চ্যাটার্জি,

 ৪. শহীদ সুগেন্দ্র কুমার চক্রবর্তী,

৫. শহীদ মরণ চন্দ্র সাহা,

৬. শহীদ অমিয় চক্রবর্তী, স্বামী: সেম্বুনাথ চক্রবর্তী,

৭. শহীদ সুজন চন্দ্র সাহা,

৮. শহীদ মি. দত্ত,

৯. শহীদ লনি মিয়া,

১০. শহীদ নূরুল ইসলাম, পিতা: লতি মিয়া, 

১১. শহীদ বোবা (মোহন খান), পিতা: আবুল হোসেন,

১২. শহীদ ছেলু মিয়া, পিতা: আলা মিয়া সরদার, 

১৩. শহীদ বুতা, পিতা: রশিদ মিয়া, কলঘরের পশ্চিম| 

১৪. শহীদ মনা মিয়া, পিতা: রশিদ মিয়া, পাশে ছিল | 

১৫. শহীদ মো. উল্লাহ, পিতাঃ গনি মিয়া, পাকিস্তানি 

১৬. শহীদ মুজিবুল হক (মজু মিয়া), পিতাঃ চান মিয়া সেনাদের জল্লাদ | ব্যাপারি এবং ওপরে বর্ণিত সবাই সোনাইমুড়ির, খানা। সেখানেই |

 ১৭. শহীদ কুগু মোহান সাহা ও তাঁর স্ত্রী, 

১৮. শহীদ সুধাংশু রঞ্জন সাহা, সব হত্যাকাণ্ড চলতো।

১৯. শহীদ রাইমোহন সাহা,

২০. শহীদ দিপক, পিতা: জগবন্ধু সাহা এবং এঁরা সবাই অলোকপাড়া গ্রামের বাসিন্দা।

২১. শহীদ আবদুল গোফরান, পিতা: নূর মিয়া,

২২. শহীদ আবদুল করিম (বানার), নওতোলা ডাক পিয়নবাড়ি এবং এঁরা সবাই নওতোলা গ্রামের বাসিন্দা। ২৩. শহীদ ইদ্রিস মিয়া,

২৪. শহীদ ছেরাজুল হক, পিতা: রহিম ট্রেইলার, 

২৫. শহীদ কালা মিয়া, এঁরা সবাই কাড়াপাড় গ্রামের অধিবাসী ।

৫. টেকনিক্যাল স্কুল, ইউনিয়নঃ চৌমুহনী, পৌরসভা ও থানাঃ বেগমগঞ্জ,

জেলাঃ নোয়াখালী।

২৪৪৩০৮, ৭৯ এন/১

টেকনিক্যাল স্কুলের বর্তমান স্কুল অফিস কক্ষের দক্ষিণ পাশে পরিত্যক্ত কক্ষটিতে মুক্তিযোদ্ধা ও সংগ্রাম কমিটির লোকজনকে ধরে নির্যতন করার ফলে ঐ কক্ষে অনেকের মৃত্য হয়েছিল। নারী নির্যাতনের জন্য টেকনিক্যাল স্কুলের ভেতরে বর্তমান স্কুল অফিস কক্ষের দোতলার কক্ষটি নির্দিষ্ট ছিল। সেখানে অসংখ্য নারীকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং মাঠের উত্তর পাশেই মাটি চাপা দেওয়া হয়। গণহত্যার সব স্থানই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

১. শহীদ আবু তাহের, পিতা: মৃত ছিদ্দিক উল্লা, স্কুলের ভেতরে মুজাহিদপুর, থানা: বেগমগঞ্জ ।

২. শহীদ পেয়ার আহম্মেদ, পিতা: মৃত কেরামত উল্লা, গ্রাম: কক্ষের | আমানতপুর, থানা: বেগমগঞ্জ,

৩. শহীদ গোলজার হোসেন, পিতা: মো. আহম্মেদ উল্লা, সংগ্রাম কমিটির | গ্রাম: মীর ওয়ারিশপুর। ১৩ নম্বর জিরতলী, থানা:বেগমগঞ্জ ।

.৪. শহীদ ওবায়েদুর রহমান, পিতা: গোলাম রহমান, গ্রাম: করার ফলে ঐ | হোসেনপুর, ১৩ নম্বর জিরতলী, থানা: বেগমগঞ্জ ।

৫. শহীদ আবুল কাশেম, পিতা: মৃত মো. আক্কাছ মিয়া, গ্রাম: হোসেনপুর, 

১৩ জিরতলী, থানা: বেগমগঞ্জ ।

৬. মফিজ উল্লাহ, পিতা: আতর আলী মিস্ত্রী, গ্রাম:

আমানতপুর ১৮ নম্বর বেগমগঞ্জ ইউনিয়ন, বেগমগঞ্জ। 

৭. শহীদ কানুলাল দাস, পিতা: মৃত রজনী কুমার দাস, গ্রাম: কাদিরপুর, ২৬ নম্বর কাদিরপুর ইউনিয়ন, জেলা: বেগমগঞ্জ। 

৮. শহীদ মো. তাজুল ইসলাম, পিতা: দুলা মিয়া, কাদির অফিস কক্ষের | হানিফ ইউনিয়ন, নোয়াখালী সদর, নোয়াখালী ।

৯. শহীদ মো. মোস্তফা, পিতা: দুলা মিয়া, কাদির হানিফ ইউনিয়ন, নোয়াখালী সদর, নোয়াখালী ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!