You dont have javascript enabled! Please enable it!

মৌলভীবাজার জেলার বন্দিশিবিরসমূহের তালিকা

ক্রমিক নম্বর স্থানের নাম, ঠিকানা এবং জিআর, ম্যাপ শিট নম্বর ঘটনার বর্ণনা
কুলাউড়া নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়,

ইউনিয়ন: কুলাউড়া পৌরসভা,

২৪৮১১৮, ৮৩ ডি/২

পাকিস্তানি বাহিনী বাড়ি ও বিভিন্ন স্থান থেকে জনসাধারণ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে এ বন্দিশিবিরে আটকে রাখে।
কুলাউড়া হাসপাতাল এলাকা,

ইউনিয়ন: কুলাউড়া পৌরসভা,

থানা: কুলাউড়া ।

১৬০৩২৫, ৮৩ ডি/২

আলী আমজাদ হাই স্কুল বন্দিশিবির,

ইউনিয়ন: পৃথিমপাশা,

থানা: কুলাউড়া ।

২৬০১৩১, ৭৮ পি/১৫

দেওড়াছড়া চা-বাগানের ২৫ নম্বর সেকশন, ইউনিয়ন: রহিমপুর,

থানা: কমলগঞ্জ ।

৯৮৯১৪৯, ৭৮পি/১৫

৩ মে সোমবার বিকাল ৪টায় পাকিস্তানি বাহিনী রেশন দেওয়ার কথা বলে কিছু লোককে গাড়িতে উঠিয়ে দেওড়াছড়া চা-বাগানের ২৫ নম্বর সেকশনে বন্দি করে ।
পিডিবি কমপ্লেক্স,

ইউনিয়ন: শ্রীমঙ্গল পৌরসভা,

থানা: শ্রীমঙ্গল ।

৯১৪৯৬৭, ৭৮ পি/১১

 পাকিস্তানি সেনারা বিভিন্ন স্থান থেকে জনসাধারণকে ধরে এনে পিডিবি কমপ্লেক্স ভবনে আটক রেখে পরে তাঁদের হত্যা করে ।
শমসেরনগর বিমানঘাঁটি,

ইউনিয়ন: শমসেরনগর,

থানা: কমলগঞ্জ ।

১২৩০৭৬, ৭৮ পি/১৫

১৭ মে পাকিস্তানি বাহিনী বাড়ি থেকে কিছু লোককে ধরে নিয়ে প্রথমে শমসেরনগর ডাকবাংলোয় নির্যাতন করে এবং পরে শমসেরনগর বিমানঘাঁটিতে বন্দি রাখে ।
পিটিআই মৌলভীবাজার,

ইউনিয়ন: মৌলভীবাজার পৌরসভা,

থানা: মৌলভীবাজার পৌরসভা ।

৯৮৪১৭৮, ৭৮ পি/১৫

পিটিআই ছিল পাকিস্তানি বাহিনীর মৌলভীবাজার জেলার প্রধান ক্যাম্প । এখানে বহু মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বাঙালিকে ধরে এনে পাকিস্তানি বাহিনী প্রথমে নির্যাতন করতো এবং পরে হত্যা করে গর্তে ফেলে মাটি চাপা দিত ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!