You dont have javascript enabled! Please enable it!

লক্ষ্ণীপুর জেলার স্মৃতিসৌধ/ স্মৃতিফলক সমূহের তালিকা

স্থানের নাম, ঠিকানা এবং জিআর, ম্যাপ শিট নম্বর স্মৃতিসৌধ/স্মৃতিফলকের বর্ণনা/ ছবি ইত্যাদি
১. বিজয় চত্বর ( জেলা কার্যালয়ের সামনে ),

ইউনিয়নঃ পৌর এলাকা,

থানাঃ লক্ষ্ণীপুর সদর।

৯৪৬৩০১, ৭৯ জে/১৩

শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এ বিজয় চত্বরটি নির্মাণ করা হয়। এ চত্বরে ২টি ফলকে কবি শামসুর রাহমানের ২টি কবিতা ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ ও ‘স্বাধীনতা তুমি’ শোভা পাচ্ছে। এ চত্বরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা এ কে এম মাহবুবুল ।
২. জেলা কার্যালয়ের সামনে,

ইউনিয়নঃ পৌর এলাকা,

থানাঃ লক্ষ্ণীপুর সদর।

৯৪৬৩০১, ৭৯ জে/১৩

শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এ স্মৃতি ফলকটি নির্মাণ করা হয়। এ স্মৃতিফলকে ৩৫জন শহীদের নাম লিপিবদ্ধ আছে।

 

৩. বাগবাড়ি স্মৃতিফলক ( গণকবর ),

ইউনিয়িনঃ পৌর এলাকা,

থানাঃ লক্ষ্ণীপুর সদর।

৯৩৮৩০৫, ৭৯ জে/১৩  

শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এ স্মৃতিফলকটি নির্মাণ করা হয়। এ স্মৃতিফলকটি ১৬ ডিসেম্বর, ১৯৯৪ উন্মোচন করেন চিত্তরঞ্জন বড়ুয়া, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর। স্মৃতিফলকের ওপরের অংশে স্থান পেয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার নিম্নোক্ত ক’টি লাইন-

‘উদয়ের পথে, শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ, যে করিবে দান, ক্ষয় নাই, তার ক্ষয় নাই।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!