লক্ষ্ণীপুর জেলার বন্দি শিবির সমূহের তালিকা
স্থানের নাম, ঠিকানা এবং জিআর, ম্যাপ শিট নম্বর | ঘটনার বর্ণনা | শহীদদের নাম |
১. বটু চৌধুরীর বাড়ি,
ইউনিয়নঃ পৌর এলাকা, থানাঃ লক্ষ্ণীপুর সদর। ৯৩৩২৯৩, ৭৯ জে/১৩ |
লক্ষ্মীপুরে অবস্থিত বটু চৌধুরীর বাড়ি, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর নির্মম ও অমানবিক নির্যাতনের নীরব সাক্ষী। জানা যায়, ৭০জন মিলিশিয়া ও ৪০জন রাজাকার লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান হতে মুক্তিযোদ্ধা ও নিরীহ পুরুষ/মহিলাদের ধরে এনে বন্দি করে রাখত এবং এ বাড়িতে অমানবিক অত্যাচার চালাত । উল্লেখ্য রামগঞ্জের মাঝির গাঁও এলাকার মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকেও প্রাণ দিতে হয় বটু চৌধুরীর এ বাড়িতে। | মুক্তিযোদ্ধা নজরুল ইসলামসহ আরও অনেককে বন্দি করে
পরবর্তী সময় হত্যা করা হয়েছে। অন্যদের নাম/ঠিকানা জানা যায়নি ৷
|