You dont have javascript enabled! Please enable it! লক্ষ্ণীপুর জেলার বন্দি শিবির সমূহের তালিকা - সংগ্রামের নোটবুক

লক্ষ্ণীপুর জেলার বন্দি শিবির সমূহের তালিকা

স্থানের নাম, ঠিকানা এবং জিআর, ম্যাপ শিট নম্বর ঘটনার বর্ণনা শহীদদের নাম
১. বটু চৌধুরীর বাড়ি,

ইউনিয়নঃ পৌর এলাকা,

থানাঃ লক্ষ্ণীপুর সদর।

৯৩৩২৯৩, ৭৯ জে/১৩

লক্ষ্মীপুরে অবস্থিত বটু চৌধুরীর বাড়ি, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর নির্মম ও অমানবিক নির্যাতনের নীরব সাক্ষী। জানা যায়, ৭০জন মিলিশিয়া ও ৪০জন রাজাকার লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান হতে মুক্তিযোদ্ধা ও নিরীহ পুরুষ/মহিলাদের ধরে এনে বন্দি করে রাখত এবং এ বাড়িতে অমানবিক অত্যাচার চালাত । উল্লেখ্য রামগঞ্জের মাঝির গাঁও এলাকার মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকেও প্রাণ দিতে হয় বটু চৌধুরীর এ বাড়িতে। মুক্তিযোদ্ধা নজরুল ইসলামসহ আরও অনেককে বন্দি করে

পরবর্তী সময় হত্যা করা হয়েছে। অন্যদের নাম/ঠিকানা জানা যায়নি ৷