লক্ষ্ণীপুর জেলার গণকবর সমূহের তালিকা
স্থানের নাম, ঠিকানা এবং জিআর, ম্যাপ শিট নম্বর | ঘটনার বর্ণনা | শহীদদের নাম ও ঠিকানা |
১. বাগবাড়ির গণকুবর,
ইউনিয়নঃ পৌর এলাকা, থানাঃ লক্ষ্ণীপুর সদর। ৯৩৮৩০৫, ৭৯ জে/১৩ |
লক্ষ্মীপুর বাগবাড়িতে ৪০০- ৫০০জন মুসলমান ও হিন্দুর
গণকবর রয়েছে । এখানে পাকিস্তান বাহিনীর ২৫০-৩০০জনের একটি ক্যাম্প ছিল, যার অধিনায়ক ছিল মেজর ইমতিয়াজ । এ ক্যাম্পে একটি নির্যাতনকেন্দ্র ছিল, এতে লক্ষ্মীপুরের মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীকে ধরে এনে নানা নির্যাতনের মাধ্যমে হত্যা করা হতো এবং গণকবর দেওয়া হতো। |
শহীদ আলী হায়দার (গ্রাম: শাহাপুর ),
শহীদ শাহাদত উল্লা (গ্রাম: বিজয় নগর), শহীদ আ. আউয়াল (গ্রাম: বিজয় নগর), শহীদ গণেশ চন্দ্র মজুমদার (গ্রাম: বিজয় নগর) ।
|