You dont have javascript enabled! Please enable it!

হবিগঞ্জ জেলার বন্দিশিবিরসমূহের তালিকা

ক্রমিক নম্বর স্থানের নাম, ঠিকানা এবং জিআর, ম্যাপ শিট নম্বার বিবরণ মন্তব্য
জেলা পরিষদ বাংলো, ইউনিয়ন: নবীগঞ্জ পৌরসভা, থানা: নবীগঞ্জ ৷ ৬৬৬২৭৬, ৭৮ পি/১০

 

১৫ আগস্ট থেকে এ ডাকবাংলোয় পাকিস্তানি বাহিনী বন্দিশিবির স্থাপন করে। স্থানীয় শান্তি কমিটির সহায়তায় বন্দিদের বাংলোর সম্মুখে তমালগাছের নীচে হত্যা করা হতো । সংগ্রহ করা সম্ভব হয়নি।
নবীগঞ্জ বাজারে আব্দুর রহমান মিয়ার বাসভবনের দোতলা, ইউনিয়ন: নবীগঞ্জ পৌরসভা,

 থানা: নবীগঞ্জ ।

৬৭৯২৭৫, ৭৮ পি/১০

 

আব্দুর রহমান ছিল স্থায়ী শান্তি কমিটির সেক্রেটারি। জুলাই-আগস্ট মাসে মুক্তিবাহিনী নবীগঞ্জ থানা দখল করে আব্দুর রহমানকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরবর্তী সময় ১৫ আগস্ট পাকিস্তানি সেনাদের নিয়ে সে পুনরায় আগমন করে। স্বাধীনতার পূর্ব পর্যন্ত তার বাসভবনটি বন্দিশিবির হিসেবে ব্যবহৃত হয়। সংগ্রহ করা সম্ভব হয়নি।
আমুরোড বাজারের পাশের গুদাম,

ইউনিয়ন: ২ নম্বর আহমদাবাদ,

থানা :চুনারুঘাট ।

৭২১৭৫১, ৭৮পি/১২

এ স্থানে কৃষি উন্নয়ন করপোরেশনের বীজ গুদামটি বন্দিশিবির হিসেবে ব্যবহার করা হতো। সংগ্রহ করা সম্ভব হয়নি।
চুনারুঘাট থানা সদর টিটি  ডিসি হলরুম,

ইউনিয়ন: চুনারুঘাট, থানা : চুনারুঘাট ।

৬৮৮৮২৫, ৭৮পি/১২

উল্লিখিত হলরুমে পাকিস্তানি বাহিনী লোকজন ধরে এনে বন্দি করে রাখতো এবং পরবর্তী সময় তাঁদের শ্রীমঙ্গলে নিয়ে হত্যা করতো ।

 

সংগ্রহ করা সম্ভব হয়নি।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!