হামিদুল্লাহ খান, উইং কমান্ডার সেক্টর কমান্ডার
উইং কমান্ডার হামিদুল্লাহ খান ৪ নভেম্বর ১৯৭১ থেকে ১১ নং সেক্টরের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন।
‘৭১-এর মুক্তিযুদ্ধে চিলমারী, কামালপুরসহ বেশ কয়েকটি স্মরণীয় অপারেশন এই সেক্টরে সংঘটিত হয়। এসব যুদ্ধে কর্নেল তাহেরের সহযোগী ছিলেন হামিদুল্লাহ খান। মোট ৮টি সাবসেক্টরে বিভক্ত ১১ নং সেক্টরের ভৌগোলিক সীমানা ছিল কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ী-আরিচা থেকে ফুলছড়ি বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর তীরাঞ্চল।
হামিদুল্লাহ খানের জন্ম ১৯৪০ সালের ১০ ফেব্রুয়ারি। তিনি ১৯৬২ সালে পাকিস্তান বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। মুক্তিযুদ্ধে অংশ নেয়ার সময় তাঁর র্যাঙ্ক ছিল ফ্লাইট লেফটেন্যান্ট হামিদুল্লাহ খানের চাকরিস্থল ছিল পশ্চিম পাকিস্তান। ’৭০ সালের শেষ দিকে ৫ নং প্রভোস্ট অ্যান্ড সিকিউরিটি ইউনিটের কমান্ডিং অফিসার হিসেবে ঢাকায় বদলি হয়ে আসেন। যুদ্ধের মধ্যেই স্কোয়াড্রেন লিডার পদে উন্নীত হন তিনি। ’৭৩ সালে তিনি উইং কমান্ডার পদে উন্নীত হন এবং ’৭৮-এর শেষভাগে বিমান বাহিনী ত্যাগ করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে রাজনীতিতে যোগ দেন। ১৯৯১ সালে তিনি মুন্সিগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচিত হন।
[৭৩] রিয়াজ আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত