You dont have javascript enabled! Please enable it! 1971.08.14 | সাটুরিয়া থানা আক্রমণ-১, মানিকগঞ্জ - সংগ্রামের নোটবুক

সাটুরিয়া থানা আক্রমণ-১, মানিকগঞ্জ

পাকসেনারা যাতে ১৪ আগস্ট তাদের স্বাধীনতা দিবস উদযাপন করতে না পারে, সে উদ্দেশ্যে মুক্তিবাহিনী ১৩ আগস্ট সাটুরিয়া থানা আক্রমণ করে। মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন এবং দেলোয়ার হোসেন হারিছ এর নির্দেশনায় ২০০-২৫০ জন মুক্তিযোদ্ধা বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে সাটুরিয়া থানা আক্রমণ করে। আক্রমণ শুরু হয় আনুমানিক সাড়ে দশটায় এবং সাড়ে বারোটা পর্যন্ত চলতে থাকে। মুক্তিযোদ্ধাদের আক্রমণের তীব্রতায় হানাদার বাহিনী টিকতে না পেরে অস্ত্র গোলাবারুদ ফেলে বিভিন্ন পথে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধাদের হাতে সাটুরিয়া থানার ওসি গোলাম মুর্তুজা ধরা পড়ে। তাছাড়া ইপিআর এবং রাজাকার যারা বিভিন্ন পোস্টে দায়িত্বরত ছিল তাদের মধ্যেও কয়েকজন ধরা পড়ে মুক্তিবাহিনীর হাতে। এ অপারেশনে পাকিস্তানীদের ক্যাম্পে কর্মরত মুক্তিযোদ্ধাদের ইনফরমার কনস্টেবল মোহাম্মদ আলী শহীদ হন। তবে মুক্তিবাহিনী সাটুরিয়া থানা বেশী দিন দখলে রাখতে পারেনি পরবর্তী ২/৩ দিনের মধ্যে পাকসেনারা ক্যাম্পটি পুনঃদখল করে।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত