You dont have javascript enabled! Please enable it!

সাত নম্বর সাব-সেক্টর

সেক্টর কমান্ডার নিযুক্ত হন নওগাঁ ইপিআর ৭নং উইং কমান্ডার মেজর নাজমুল হক। তিনি মালদহ জেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। প্রবীণ সুবাদার মেজর আব্দুর রবও কিছুদিন সেক্টরের দায়িত্ব পালন করেন। যুদ্ধকালীন অবস্থায় অবসর প্রাপ্ত মেজর কাজী নুরুজ্জামানকে লে. কর্ণেল পদে উন্নীত করে সেক্টরের দায়িত্ব দেয়া হয়।
সাত নম্বর সেক্টরের সাব সেক্টর সমূহ নিম্নরূপ:
১. মাল সাব-সেক্টর: মূলত ইপিআর জেসিওগণই এই সাব-সেক্টরটি কমান্ড করেন।
২. তপন সাব-সেক্টর: প্রাথমিক পর্যায়ে সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক এই সাব-সেক্টরের দায়িত্বে ছিলেন। পরবর্তী পর্যায়ে ইপিআরের জেসিও-দের কমান্ডে এবং ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যুদ্ধ পরিচালিত হয়।
৩. মোহদীপুর সাব-সেক্টর: প্রাথমিক পর্যায়ে সুবাদার ইলিয়াস সাব-সেক্টরটি কমান্ড করেন। শিবগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য ডাঃ মইনউদ্দিন আহমেদ মন্টু কিছুদিন সাব-সেক্টরের দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এই সভা-সেক্টরের কমান্ডার নিযুক্ত হন।
৪. লালগোলা সাব-সেক্টর: ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী এই সাব- সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন।
৫. হামজাপুর সাব-সেক্টর: ক্যাপ্টেন ইদ্রিশ এই সাব-সেক্টরের কমান্ডারের ছিলেন।
৬. ঠোকরাবাড়ি সাব-সেক্টর: সুবাদার মোয়াজ্জেম হোসেন এই সাব-সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন।
৭. আংশিনাবাদ সাব-সেক্টর: জনৈক গণবাহিনী সদস্য মিত্রবাহিনীর তত্ত্বাবধানে এই সাব-সেক্টর কমান্ড করেন।
[৫৭৪] মোহাম্মদ রবিউল ইসলাম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!