You dont have javascript enabled! Please enable it!

সাঘাটা থানায় প্রথম রেইড, গাইবান্ধা

কামালের পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ডিফেন্স থেকে রোস্তম কোম্পানী গাইবান্ধার সাঘাটা থানা আক্রমণের পরিকল্পনা করে। কোম্পানীর কমান্ডার রোস্তম আলী খন্দকারের কমান্ডে ২২ জন মুক্তিযোদ্ধার দল রাত ১টায় সাঘাটা থানা আক্রমণ করে। থানার পুলিশ বাহিনীও পাল্টা গুলীবর্ষণ করে। কিন্তু তারা মুক্তিবাহিনীর গুলীর মুখে টিকতে না পেরে থানা ছেড়ে পালায়। মুক্তিবাহিনী থানার অস্ত্রাগার ভেঙ্গে শতাধিক রাইফেল বন্দুক ও বিপুল পরিমাণ গুলী হস্তগত করে।
[৫৮০] ড. মোঃ মাহবুবর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত