শ্রীপুর আক্রমণ, সিলেট
শ্রীপুর ছিল সিলেটের তামাবিল সড়কের দক্ষিণে পাহাড়ের পাদদেশে গোয়াইনঘাট থানার অধীনে। প্রকৃতিক সৌন্দর্যে ভরা এই স্থানে পাকিস্তানীরা ক্যাম্প স্থাপন করে আশেপাশের এলাকায় হামলা চালাত। এই এলাকাকে মুক্ত করার লক্ষ্যে ২৬ জুন ডাউকি সাব-সেক্টর কমান্ডার সুবেদার বি আর চৌধুরী আক্রমণ করেন শ্রীপুর। মুক্তিযোদ্ধারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানী বাহিনীর উপর। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানী বাহিনী পিছু হটে আর এভাবে মুক্ত হয় শ্রীপুর।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত